'জোর' মুক্তি পাচ্ছে শুধু ঢাকা-নারায়ণগঞ্জে by সুদীপ কুমার দীপ

৩ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে ভারতীয় ছবি 'জোর'। ছবিটির পরিবেশকদের মধ্যেও এ নিয়ে শুরু হয়েছে জোর ব্যস্ততা। সম্প্রতি তাঁরা ছবিটির পোস্টার ও ট্রেলার তৈরির কাজ শেষ করেছেন। আগামী সপ্তাহে মুক্তি পেতে যাওয়া এই ছবিটি ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন প্রেক্ষাগৃহে পাঠানো হবে। গতকালই শেষ হয়েছে প্রেক্ষাগৃহ বাছাই। একাধিক প্রেক্ষাগৃহ ছবিটি প্রদর্শনের জন্য আগ্রহ প্রকাশ করলেও প্রথম সপ্তাহে মাত্র ১২টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়া হবে বলে


জানান পরিবেশকদের অন্যতম নওশাদ। তিনি বলেন, 'আমরা যেটা ভেবেছিলাম এখন তার উল্টোটা ঘটেছে। মাত্র ছয়টি প্রিন্ট অথচ চাহিদা প্রায় ৩০টি প্রেক্ষাগৃহের। এখন কাকে রেখে কাকে দেব, এই ঝামেলায় পড়তে হচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, একেকটি প্রিন্ট দুটি করে মোট ১২টি প্রেক্ষাগৃহে চলবে। এ ক্ষেত্রে আমাদের কাছে ঢাকা এবং আশপাশের প্রেক্ষাগৃহগুলোই বেশি প্রাধান্য পাচ্ছে। কারণ আমরা এক জরিপে দেখেছি, এসব ছবির জন্য ঢাকার দর্শকরাই বেশি আগ্রহী। ফলে তাদের কাছে আমরা প্রাথমিক সাড়াটা ভালো পাব। এরপর অন্যান্য জেলা শহরে দ্বিতীয় সপ্তাহ থেকে ছবিটি মুক্তি দেওয়া হবে। এরই মধ্যে অবশ্য আমরা প্রথম সপ্তাহের জন্য প্রেক্ষাগৃহ চূড়ান্ত করেছি । ঢাকার মধুমিতা, অভিসার, পূর্ণিমা, গ্যারিসন, সৈনিক ক্লাব, মানসী, আজাদ, গীত ও নারায়ণগঞ্জের আশা। এর পরই ঢাকার বাইরে একই সঙ্গে যশোর, চট্টগ্রাম, খুলনা ও বরিশালে ছবিটি মুক্তি পাবে।' এদিকে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি এক বিবৃতিতে বলেছে, ভারতীয় ছবি যেসব প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে চলচ্চিত্র সমন্বয় পরিষদ সেখানে গিয়ে অবস্থান ধর্মঘট করবে। প্রয়োজনে তারা উপস্থিত থেকে দর্শকদের অনুরোধ করবে ছবিটি না দেখার জন্য।

No comments

Powered by Blogger.