ইনজুরিতে চার অ্যাথলেট

সএ গেমসের প্রস্তুতির জন্য প্রাথমিক দল গড়তে বিপাকে অ্যাথলেটিক্স ফেডারেশন! হার্ডলার সুমিতা রানী দাস, জেসমিন আক্তার, স্প্রিন্টার নাজমুন নাহার বিউটি এবং শামসুন্নাহার চুমকি ইনজুরির সঙ্গে লড়ছেন। ঘরোয়া অ্যাথলেটিক্সে শীর্ষ চার অ্যাথলেটকে নিয়ে ক্যাম্প শুরু করা যায় কি-না সে নিয়ে চিন্তাভাবনা করছেন ফেডারেশন কর্মকর্তারা। ট্রেনিং কমিটির সভায় তাদের বর্তমান অবস্থা যাচাই-বাছাইয়ের পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


গত অক্টোবরে অপারেশন করানো বিউটি এখন সুস্থ। চিকিৎসকের পরামর্শের জন্য প্রতীক্ষা। সম্মতি পেলেই অনুশীলনে নামবেন ঘরোয়া অ্যাথলেটিক্সের একসময়কার রানী। গ্রামের বাড়ি নোয়াখালীতে অখণ্ড অবসরেই সময় কাটছে তার। 'আপাতত শারীরিক কোনো সমস্যা বোধ করছি না। দু'এক দিনের মধ্যে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করব। তার কাছ থেকে অনুশীলন শুরুর সবুজ সংকেত পেলে নিজেকে প্রস্তুত করতে মাঠে নামব'_ বলেছেন বিউটি।
গত বছর এপ্রিলে লিগামেন্ট ছিঁড়ে যাওয়া হার্ডলার জেসমিন সুস্থতা ফিরে পেয়েছেন অনেক আগেই। অক্টোবরের পর থেকে নোয়াখালীতে প্রস্তুতিও শুরু করেছেন তিনি। তবে আগের সেই ছন্দ নেই এ মুহূর্তে। এসএ গেমস প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, 'ক্যাম্পে ডাকা হলে অবশ্যই যোগ দেব। এখন কোনো সমস্যা নেই, মনোবল চাঙ্গা করতে পারলেই নিজের সেরা সময়টা পুনরুদ্ধার করতে পারব।'
সপ্তাহখানেক আগে পিঠের ব্যথার কারণে ফেডারেশনের উদ্যোগে চলা ক্যাম্প থেকে সাময়িক অব্যাহতি নিয়েছেন চুমকি। গত সামার মিটের দ্রুততম মানবী চিকিৎসক দেবাশিষ চৌধুরীর অধীনে চিকিৎসা নিচ্ছেন। তাকে তিন সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে। এরপরই ইনজুরি সম্পর্কে বলা যাবে। গতকাল এ স্প্রিন্টার বলেছেন, 'এখনও কিছুটা ব্যথা অনুভূত হচ্ছে। তবে সেটা আগের চেয়ে অনেক কম।' এসএ গেমসের ক্যাম্পে ডাকা হলে একটু সময় নিয়ে সুস্থ হয়ে তবেই ফিরতে চান চুমকি।
গত শনিবার অনুশীলনে পায়ের গোড়ালিতে আঘাত পেয়েছেন সুমিতা রানী। চুমকির মতো এ হার্ডলারও ডাক্তার দেবাশিষ চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। গতকাল সুমিতা বলেছেন, 'প্রাথমিকভাবে এক সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে আমাকে। এ সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠতে না পারলে হয়তো ক্যাম্প থেকে ছুটি নিতে হবে।'
অ্যাথলেটদের ইনজুরি সম্পর্কে ডাক্তার দেবাশিষ বলেছেন, 'সুমিতা ও চুমকিকে আমি দেখেছি। সুমিতার বিষয়টি তেমন গুরুতর মনে হয়নি। তবে চুমকিকে নিয়ে খানিকটা ভাবতে হচ্ছে।' ইনজুরির কারণ সম্পর্কে তিনি বলেছেন, 'দু'জনই এক দশকের বেশি সময় ধরে খেলছেন। বয়স কম ছিল বলে এতদিন ছোটখাটো সমস্যাগুলো তেমন ঝামেলা সৃষ্টি করতে পারেনি। এখন কিন্তু তাদের প্রতি যত্নবান হতে হবে।' এসএ গেমসের প্রাথমিক ক্যাম্প শুরুর আগে চার অ্যাথলেটের ইনজুরি সম্পর্কে অ্যাথলেটিক্স ফেডারেশনের ট্রেনিং কমিটির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেছেন, 'শীর্ষ অ্যাথলেটদের আমরা গুরুত্বের সঙ্গেই বিবেচনা করব। সঙ্গে থাকবে একাধিক উদীয়মান। কোচসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার পরই ইনজুরিগ্রস্ত অ্যাথলেটদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।'

No comments

Powered by Blogger.