সিরিয়ায় গণবিক্ষোভে গুলিতে নিহত ৩৫

সিরিয়ায় গতকাল শুক্রবার সরকারবিরোধী গণবিক্ষোভে গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। এতে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। দেশটির আরব লিগের পর্যবেক্ষক দলের উপস্থিতির মধ্যে এ সহিংসতার ঘটনা ঘটল। মানবাধিকার কর্মীরা জানান, সরকারবিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দু হামা, দেরা, হোমসসহ বিভিন্ন শহরে গতকাল বিক্ষোভ করে হাজার হাজার লোক। এসব শহর পরিদর্শন করেছে আবর লিগের পর্যবেক্ষক দল। সিরিয়ায় প্রায় ৬০ জন পর্যবেক্ষক অবস্থান করছেন। চলমান


সহিংসতা বন্ধে আরব লিগের যে পরিকল্পনায় সিরিয়া সই করেছে, তা বাস্তবায়নে সরকারের আন্তরিকতা যাচাই করছেন পর্যবেক্ষকেরা। মানবাধিকার কর্মীরা অভিযোগ করেন, বিক্ষোভে নিরাপত্তা বাহিনী তাজা গুলি, বোমা ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে।
লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে বিক্ষোভে আড়াই লাখ লোক যোগ দিয়েছে। এ ছাড়া হামা, হোমস, দেরা ও রাজধানী দামেস্কের শহরতলিগুলোতে বিক্ষোভে ব্যাপক লোক সমাগম হয়েছে।
আবু হিশাম নামের এক মানবাধিকার কর্মী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, গতকালের বিক্ষোভ ছিল অন্যান্য দিন থেকে ভিন্ন। এ দিন বিক্ষোভকারীরা তাদের বার্তা পর্যবেক্ষকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে।
জাতিসংঘ এ মাসের প্রথম দিকে জানিয়েছে, গত মার্চে শুরু হওয়া বিক্ষোভে নিহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেছে। আর সরকার বলছে, সহিংসতায় নিরাপত্তা বাহিনীর দুই হাজার সদস্য নিহত হয়েছে।
এদিকে অব্যাহত সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন ও ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর। বিবিসি অনলাইন।

No comments

Powered by Blogger.