২১ লাখ ডলারে বিক্রি হলো ‘সুপারম্যান’

ছেলে-বুড়ো সবার প্রিয় অ্যাকশন কমিকস ‘সুপারম্যানের’ প্রথম সংখ্যার একটি কপি নিলামে ২১ লাখ ৬০ হাজার ডলারে বিক্রি হয়েছে। যা কমিকস বই বিক্রির ক্ষেত্রে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। মার্কিন মুদ্রায় এই বইটির প্রকৃত মূল্য ছিল মাত্র ১০ সেন্ট।
১৯৩৮ সালে প্রকাশিত যুক্তরাষ্ট্রের এই কমিকস বইয়ে অতিমানবীয় শক্তির অধিকারী কাল্পনিক চরিত্র ‘সুপারম্যানের’ আবির্ভাব ঘটে। ধারণা করা হয়, বিশ্বে বইটির প্রথম সংখ্যার মাত্র ১০০ কপি বই থাকতে পারে।
এর আগে গত বছরের মার্চে একই সংখ্যার একটি কপি নিলামে ১৫ লাখ ডলারে বিক্রি হয়েছিল। তবে ওই বইটির হাল বর্তমান বইয়ের মতো এত ভালো ছিল না।

No comments

Powered by Blogger.