মার্কিন নাগরিককে অপহরণের দাবি জাওয়াহিরির

আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার নেতা আইমান আল জাওয়াহিরি পাকিস্তান থেকে একজন মার্কিন নাগরিককে অপহরণের দাবি করেছেন।
৩১ মিনিটের ভিডিও ফুটেজে প্রচারিত বিবৃতির বরাত দিয়ে প্রচারিত খবরে এসআইটিই ইন্টেলিজেন্স গ্রুপ জানায়, চার মাস আগে তাঁকে অপহরণ করা হয়।
মার্কিন নাগরিক ও উন্নয়নকর্মী ওয়ারেন ওয়েনস্টেইন (৭০) গত ১৩ আগস্ট বন্দুকধারীদের হাতে অপহূত হন। কয়েক দিন পরই তাঁর দেশে ফেরার কথা ছিল। যুক্তরাষ্ট্রভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান জে ই অস্টিন অ্যাসোসিয়েটসের হয়ে পাকিস্তানে কাজ করছিলেন ওয়ারেন।
অনলাইনে দেওয়া এক বিবৃতিতে ওয়ারেনকে অপহরণ করার কথা দাবি করেন জাওয়াহিরি। তাঁকে মুক্তি দেওয়ার বিনিময়ে তিনি পাকিস্তান, আফগানিস্তান, সোমালিয়া ও ইয়েমেনে মার্কিন হামলা বন্ধ; ১৯৯৩ সালে নিউইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলাকারী ও আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের স্বজনদের মুক্তি দাবি করেন।
পাকিস্তানে অবস্থিত মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র জানান, তাঁরা ওই ভিডিও ফুটেজ দেখেছেন। বিষয়টির তদন্ত চলছে। দূতাবাসের পক্ষ থেকে ওয়ারেন ওয়েনস্টেইনের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

No comments

Powered by Blogger.