অ্যামনেস্টির অভিযোগ নাকচ সৌদি আরবের

সৌদি আরবকে নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গ্রেপ্তারবিষয়ক প্রতিবেদনটি নাকচ করেছে দেশটি। গত বৃহস্পতিবার সৌদি কর্তৃপক্ষ বলেছে, ‘তথ্যটি সঠিক নয়।’
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছিল, সৌদি আরবের পূর্বাঞ্চলে কয়েক শ লোককে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অনেকের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।
লন্ডনে সৌদি আরবের দূতাবাস বলেছে, যারা অন্যের জীবনকে বিপদে ফেলেছিল, কেবল তাদেরই গ্রেপ্তার করা হয়েছে। বিচার কার্যক্রম চলার সময় বিবাদীদের চোখ বাঁধা বা হাতকড়া পরানোর অভিযোগ সঠিক নয়। সৌদি আরবের কোনো আদালত তা অনুমোদন করেন না।

No comments

Powered by Blogger.