পরীক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে দেওয়া হলো প্রকৌশলীর সংবর্ধনা

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমানকে সংবর্ধনা জানাতে তিন শতাধিক পরীক্ষার্থীকে প্রখর রোদের ভেতর একঘণ্টা রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়। ফলে ঝালকাঠি রাজাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও রাজাপুর উপজেলার ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার ওরফে লাইজু এ সংবর্ধনা অনুষ্ঠানের


আয়োজন করেন। সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ছাত্রীদের স্কুল থেকে নিয়ে এসে রাস্তার দুই পাশে দাঁড় করিয়ে রাখেন।
জানা যায়, এলজিইডির প্রধান প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমানকে রাজাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেয়। সে অনুযায়ী গতকাল শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টা ২৭ মিনিট পর্যন্ত ছাত্রীদের বিদ্যালয়ের রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়। এরপর প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমান এলে ছাত্রীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানায়। সংবর্ধনা শেষে সকাল ১১টার দিকে পরীক্ষা শুরু করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
অষ্টম শ্রেণীর এক ছাত্রী বলে, 'সকাল ১০টায় আমাদের বার্ষিক পরীক্ষা শুরুর কথা ছিল। পরীক্ষা বন্ধ রেখে প্রধান শিক্ষক আমাদের এখানে নিয়ে এসেছেন।' আরেক ছাত্রী বলে, 'হেই সহালে আইছি না খাইয়া, পরীক্ষা দিমু কইর‌্যা। কিন্তু রাস্তায় ছ্যারেরা দাঁড়াইতে কইছে। হেই লইগ্যা পরীক্ষা থুইয়া দাঁড়াইয়া আছি।'
সংবর্ধনা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি দেওয়া এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ না করার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করলেও প্রকৌশলীর সংবর্ধনা উপলক্ষে গতকাল রাজাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা বিলম্বে শুরু হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৪০০ শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুর হোসেন বলেন, 'চিফ ইঞ্জিনিয়ার আসছিল তো, তাই সকাল ১০টার পরীক্ষা ১১টায় শুরু করা হয়েছে। কারণ ভাইস চেয়ারম্যানের নির্দেশে তাঁকে সংবর্ধনা জানানো হয়েছে। ওই অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মিলন মো. বাচ্চুও উপস্থিত ছিলেন।'
রাজাপুর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আফরোজা আক্তার ওরফে লাইজু কালের কণ্ঠকে বলেন, 'প্রধান প্রকৌশলী আমাদের স্কুলের রাস্তাটি পাকা করে দিয়েছেন। তাই প্রকৌশলীকে সম্মান জানাতে সকালে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ কারণেই শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে রাস্তায় দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানিয়েছে।'
রাজাপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা এ বি এম জাহিদ হোসেন বলেন, 'এ বিষয়ে আমি কিছুই জানি না। ঘটনাটি সত্য হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

No comments

Powered by Blogger.