দেশীয় ল্যাপটপ দোয়েলের উদ্বোধন আজ

বশেষে বহু প্রতীক্ষিত দেশীয় ল্যাপটপ 'দোয়েল'-এর আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে। উদ্বোধনের পরদিন থেকেই সীমিত পর্যায়ে সাধারণ গ্রাহকের মধ্যে এই নোটবুক ও ল্যাপটপ বিক্রি শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।
প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি বাংলাদেশে ল্যাপটপ উৎপাদনের লক্ষ্যে সরকারি প্রতিষ্ঠান টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) লিমিটেডের সঙ্গে মালয়েশিয়ার টু-এম করপোরেশন লিমিটেড ও টিএফটি ডিসপ্লে (এম) কম্পানির ত্রিপক্ষীয় চুক্তি সম্পন্ন হয়।


গত ১৭ মে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের উদ্বোধন অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর সর্বশেষ ঘোষণা অনুসারে এ বছরের জুন মাসেই ওই ল্যাপটপ বাজারে ছাড়ার কথা ছিল। কিন্তু নানা জটিলতায় সে ঘোষণা বাস্তবায়িত হয়নি।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সর্বনিম্ন ১০ হাজার থেকে সাড়ে ২৬ হাজার টাকার মধ্যে চার ধরনের নোটবুক এবং ল্যাপটপ তৈরি করছে টেশিস। এর মধ্যে প্রাইমারি মডেলের নোটবুকের দাম ১০ হাজার, বেসিক মডেলের নোটবুকের দাম সাড়ে ১৩ হাজার, স্ট্যান্ডার্ড মডেলের দাম ২০ হাজার এবং ল্যাপটপের দাম ২৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এসব নোটবুক ও ল্যাপটপ দোয়েল নামে বাজারে ছাড়া হচ্ছে।
আজ দোয়েলের উদ্বোধনের বিষয়টি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও টেশিসের অন্যতম পরিচালক রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আরো জানান, ইতিমধ্যে ছয় হাজার নোটবুক ও ল্যাপটপ তৈরি করা হয়েছে। তা ছাড়া ২৫ হাজার নোটবুক ও ল্যাপটপ তৈরির যন্ত্রাংশ মজুদ রয়েছে। এক-দেড় মাসের মধ্যেই ওই ২৫ হাজার নোটবুক ও ল্যাপটপ বাজারে ছাড়তে পারবে টেশিস।
জানা গেছে, আজকের অনুষ্ঠানে প্রতিটি ধরনের একটি করে ল্যাপটপ ও নোটবুক প্রধানমন্ত্রীকে উপহার দেবে টেশিস। একই সঙ্গে প্রধানমন্ত্রীর হাত দিয়ে দুজন মুক্তিযোদ্ধা ও দুটি অটিস্টিক শিশুকে একটি করে ল্যাপটপ দেওয়া হবে।
এ ছাড়া অনুষ্ঠানস্থলে টেশিসের ল্যাপটপ ও নোটবুক ছাড়াও তাদের উৎপাদিত ল্যান্ডফোনসেট, ডিজিটাল মিটার, মোবাইল ব্যাটারি, চার্জার ইত্যাদি প্রদর্শন করবে। তা ছাড়া খুব তাড়াতাড়ি টেশিস মোবাইল ফোনসেট উৎপাদনে যাবে। এসব কার্যক্রমও প্রদর্শন করা হবে।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, ঢাকার চারটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, স্বনামধন্য কয়েকটি স্কুলের শিক্ষার্থীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

No comments

Powered by Blogger.