ইলিয়েভস্কি তৃপ্ত তবে...

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল কিছুদিন আগে ৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ সিনিয়র দলকে। তারপর গতকাল তারা হারিয়েছে অনূর্ধ্ব-২২ দলকে, দুটো ম্যাচের একটিতে ৩-২ গোলে অন্যটিতে ৩-০ গোলে। ইলিয়েভস্কির আক্ষেপ, ব্যবধান কেন আরো বড় হলো না। হলে কোচের আত্মবিশ্বাসটা বাড়ত। তবে তিনি তৃপ্ত, 'দলটা আস্তে আস্তে সুন্দর একটা আকার পাচ্ছে।'এ রকম প্র্যাকটিস ম্যাচগুলোয় ভালো করে খেলোয়াড়রাও উজ্জীবিত। কোচের প্রিয় ছাত্র আবদুল মালেকও গতকাল অনূর্ধ্ব-২২ দলের বিপক্ষে দুটো ম্যাচ জয়ের পর বড় গলায় বলছেন, 'আমরা একসঙ্গে প্র্যাকটিস করছি অনেক দিন ধরে।


তা ছাড়া এই কোচের অধীনে সবই নতুন আমাদের জন্য। একটু সময় লাগলেও আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে আমাদের খেলার।' আরেক স্ট্রাইকার ওয়াহেদ আহমেদ প্রথম বিভাগের সর্বোচ্চ স্কোরার হয়ে এবার পেশাদার লিগে সোজা মোহামেডানে। তাঁর দাবি, 'ওরা অনেক ভালো দল। একসঙ্গে প্র্যাকটিসের সুবাদে আমাদের সমন্বয়টাও এখন অনেক ভালো।'
আগামী ২৫ অক্টোবর থেকে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-১৯-এর 'এ' গ্রুপের বাছাইয়ে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে মালদ্বীপের বিপক্ষে। কিন্তু পরের তিনটি প্রতিপক্ষই মারাত্মক ভয়ংকর। ২৭ তারিখ ইরাক, ২৯ তারিখ সৌদি আরব এবং ২ নভেম্বর শেষ গ্রুপ ম্যাচ খেলবে ওমানের সঙ্গে। এদের সঙ্গে লড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাছাই পর্ব উতরে মূল পর্বে যাবে, এমন প্রত্যাশা করা কঠিন। বরাবরই তো এ রকম কঠিন বাধায় আটকা পড়ে শেষ হয়ে যায় আমাদের স্বপ্ন। অবিশ্বাস্যভাবে এবার বাংলাদেশের মেসিডোনিয়ান কোচ স্বপ্ন দেখছেন, 'আমার লক্ষ্য গ্রুপে এক নম্বর হওয়া।' আবার ইলিয়েভস্কি নিজেই এশিয়ার ওই অন্যতম সেরা ফুটবল শক্তিগুলোর বশ্যতা স্বীকার করছেন, 'সৌদি আরব ফেভারিট। ইরাক শারীরিকভাবে অনেক শক্তিশালী। ওমান খুব ভালো দল। কিন্তু আমাদের দলের আজকের খেলাও (গতকাল) অনেক ভালো হয়েছে। তাই আমরাও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার আশা করি।'

No comments

Powered by Blogger.