বিন লাদেনের পরিবারের সদস্যদের নিজ দেশে পাঠাবে পাকিস্তান

আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের তিন স্ত্রী ও সন্তানদের নিজ নিজ দেশে পাঠানোর বিষয়ে পাকিস্তান সৌদি আরব ও ইয়েমেন সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
পাকিস্তানে বিন লাদেনের উপস্থিতির বিষয়ে তদন্তে নিয়োজিত একটি বিচার বিভাগীয় কমিশন গত বৃহস্পতিবার ঘোষণা দেয়, বিন লাদেনের পরিবারের সদস্যদের পাকিস্তান ত্যাগ করার বিষয়ে দেওয়া নিষেধাজ্ঞা তারা প্রত্যাহার করে নিয়েছে। এ ঘোষণার পরপরই ওই খবর প্রকাশ করা হয়।
অজ্ঞাত পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে সিবিএস নিউজ ও সিএনএস জানায়, বিন লাদেনের স্ত্রী ও সন্তানদের নিজ নিজ দেশে ফিরিয়ে দিতে পাকিস্তান কর্তৃপক্ষ সৌদি আরব ও ইয়েমেনের সঙ্গে যোগাযোগ করেছে।
গত মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে মার্কিন কমান্ডোদের অভিযানে বিন লাদেন নিহত হন। এর পর থেকে তাঁর পরিবারের সদস্যরা পাকিস্তানি নিরাপত্তা সংস্থার হেফাজতে রয়েছে। পাকিস্তানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘আমরা আমাদের তদন্ত শেষ করেছি এবং লাদেনের পরিবারের সদস্যদের কাছ থেকে যা জানতে পেরেছি, তার সবকিছু একত্র করেছি।’

No comments

Powered by Blogger.