ব্র্যাক ব্যাংকের নেটওয়ার্কে আল আরাফাহ ইসলামী ব্যাংক

ব্র্যাক ব্যাংকের অমনিবাস নেটওয়ার্কে যুক্ত হলো আল আরাফাহ ইসলামী ব্যাংক। ফলে আল আরাফাহ ইসলামী ব্যাংকের গ্রাহকরা অমনিবাস নেটওয়ার্কের মাধ্যমে দেশজুড়ে ছড়িয়ে থাকা ৯৫০টিরও বেশি বুথের মাধ্যমে এটিএম ও পিওএস সেবা গ্রহণ করতে পারবেন। এ উপলক্ষে গতকাল আল আরাফাহ ইসলামী ব্যাংকের এমডি একরামুল হক এবং ব্র্যাক ব্যাংকের এমডি-সিইও সৈয়দ মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।


এ সময় উপস্থিত ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান, পরিচালক আবদুল মালেক মোল্লা, ডিএমডি মো. রফিকুল ইসলাম, খন্দকার নাঈমুল কবির, মো. মোফাজ্জেল হোসাইন, এসইভিপি ও সিএফও মোহাম্মদ নাদিম, ভাইস প্রেসিডেন্ট মো. আবুল হোসেন, মো. হাবিব উল্লাহ, ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং ফিরোজ আহমেদ খান, হেড অব অল্টারনেট ব্যাংকিং কাজী জহিরুল ইসলাম এবং ইন্টারনেট ব্যাংকিং অ্যান্ড ই-কমার্সের সিনিয়র ম্যানেজার খালিদ ইবনে শিহাব। বিজ্ঞপ্তি

No comments

Powered by Blogger.