থাইল্যান্ডে ‘রেড শার্ট’ জেলার উদ্বোধন

থাইল্যান্ডে ২০০৯ সালের সরকারবিরোধী ব্যাপক আন্দোলনের নাম অনুসারে দেশটির একটি জেলার নামকরণ করা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় ‘উদন থানি’ প্রদেশে ‘রেড শার্ট’ জেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফিউ থাই পার্টির সংসদ সদস্য ও লাল জামা আন্দোলনের কেন্দ্রীয় নেতা জাতুপর্ন প্রমপান। তার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ফিউ থাই পার্টির একাধিক সংসদ সদস্য ও লাল জামা আন্দোলনের নেতৃৃবৃন্দ বক্তব্য রাখেন। গতকাল সকালে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে এক হাজারেরও বেশি লাল জামা আন্দোলনের সমর্থক উপস্থিত ছিলেন।


লাল জামা আন্দোলনকারীদের রাজনৈতিক জোট-ইউনাইটেড ফ্রন্ট ফর ডেমোক্রেসি অ্যাগেইন্সট ডিক্টেটরশিপ বা ইউডিডি এর আগে উদন থানি প্রদেশের প্রায় ৯০০ গ্রামের নাম রেড শার্ট রেখেছিল। ২০০৯ সালের মে মাস থেকে ফিউ থাই পার্টির নেতাকর্মীরা লাল জামা পরে রাজধানী ব্যাংককে সরকার বিরোধী রেড শার্ট আন্দোলন শুরু করেন। ডেমোক্রেট পার্টির নেতৃৃত্বাধীন সরকারকে সাধারণ নির্বাচন দিতে বাধ্য করার জন্য শুরু হওয়া ওই আন্দোলন কিছুদিনের মধ্যে থাইল্যান্ডের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে। কয়েক মাস ধরে এ আন্দোলন চলার পর সরকার বলপ্রয়োগের মাধ্যমে আন্দোলনকারীদের দমন করার সিদ্ধান্ত নেয় এবং নিরাপত্তা বাহিনীর চূড়ান্ত অভিযানে ৯১ জন নিহত ও অপর প্রায় ১ হাজার ৯০০ ব্যক্তির আহত হওয়ার মধ্যদিয়ে ওই আন্দোলনের ইতি ঘটে।

No comments

Powered by Blogger.