বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি প্রিন্স উইলিয়াম

যুক্তরাজ্যের ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি নির্বাচিত হয়েছেন। লাইফস্টাইল-বিষয়ক ওয়েবসাইট ‘আস্কমেন ডট কম’-এর এক জরিপে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের মতো ব্যক্তিদের পেছনে ফেলে বিশ্বের প্রভাবশালী ব্যক্তি নির্বাচিত হন তিনি।
আস্কমেন ডট কমের সম্পাদক ড্রিউ লুবেগা বলেন, ‘চলতি বছর আমাদের পাঠকদের এই বিশ্বাস অর্জন করার বছর যে প্রিন্স উইলিয়াম অবশেষে একটি বয়সে পৌঁছেছেন। তিনি রাজপরিবারকে এমনভাবে গ্রহণযোগ্য করে তুলছেন, যা তাঁর আগের প্রজন্ম করতে ব্যর্থ হয়েছে। ভালো কাজের
জন্য নিজের গ্রহণযোগ্যতাকে ব্যবহারে কঠোর পরিশ্রম করতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।’
আস্কমেন ডট কমের জরিপে প্রিন্স উইলিয়ামের পরেই আছেন ফরাসি ডিজে ডেভিড গুয়েট্টা। তৃতীয় ও চতুর্থ স্থান পেয়েছেন যথাক্রমে পর্তুগিজ ফুটবল-তারকা রোনালদো ও সাংবাদিক পিয়ার্স মরগান। মার্কিন প্রেসিডেন্ট ওবামা দশম স্থানে রয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরন হয়েছেন ৪৯তম।
১৮ থেকে ৪০ বছর বয়সী সাত হাজার ২০০ মানুষ এই জরিপে অংশ নেয় বলে জানানো হয়েছে।

No comments

Powered by Blogger.