আগে রোমারিওকে ছাড়িয়ে যেতে হবে মেসির!

লিওনেল মেসির দিকে ধেয়ে আসছে ব্রাজিলিয়ান তীর! মাত্র দুই দিন আগেই পেলে বলেছেন, মেসিকে নিজের খেলার ভিডিও পাঠাবেন, যাতে করে 'আর্জেন্টাইন খুদে জাদুকর' বুঝতে পারেন 'কালোমানিক' ফুটবলার হিসেবে কেমন ছিলেন। এর রেশ শেষ হতে না হতেই এবার রোমারিওর খোঁচা, সেই ভিডিও দেখে নাকি কিছুটা হলেও শিখতে পারবেন মেসি! বুঝতেও পারবেন পেলে আর ম্যারাডোনার মধ্যে কে সেরা।এই দ্বৈরথের দিকে একটা চ্যালেঞ্জই যেন ছুড়ে দিয়েছেন লিওনেল মেসি। জনগণের ভোটে সেরা হয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা, কিন্তু বিশেষজ্ঞদের ভোট গিয়েছিল পেলের বাঙ্।


ে ব্রাজিলকে তিনবার বিশ্বকাপ জেতানো, ক্যারিয়ারে হাজারেরও বেশি গোল_সব মিলিয়ে পরিসংখ্যানও কথা বলে 'ফুটবলের রাজা'র পক্ষে। পেলের খেলা দেখেননি, তাই ম্যারাডোনাই প্রিয়_মেসির এমন মন্তব্য ভালো লাগেনি পেলের। তাই বলেছেন, মেসিকে নিজের খেলার ভিডিও পাঠাবেন, ম্যারাডোনাকেও নাকি একবার সেই ভিডিও পাঠিয়েছিলেন তিনি। সেই সুরে সুর মিলিয়ে ১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী রোমারিও বলেন, 'মেসি যদি ভিডিওটা দেখে, তাহলে অনেক কিছুই শিখতে পারবে।' একটি সংবাদ সম্মেলনে মেসির মতো একসময় বার্সেলোনাতেই খেলা এ সাবেক ফিফা বর্ষসেরা ফুটবলারের তীর্যক মন্তব্য, 'আসলে যে কাউকে চট করে পেলের সঙ্গে তুলনা করা যায় না। সে (মেসি) যেহেতু এখনো কোনো বিশ্বকাপ জিততে পারেনি, এই জন্য এ কথা বলা যায় না যে মেসি ও পেলে সমানে সমান।' তবে মেসির প্রতিভা নিয়ে অবশ্য সন্দেহ নেই ম্যারাডোনার স্বপ্নের দলে জায়গা পাওয়া রোমারিওর মনে, 'একদিন সে হয়তো সেরা হবে, সে রকম সব গুণই তার মধ্যে আছে। তবে সেরা হওয়ার দৌড়ে তাকে আগে ছাড়িয়ে যেতে হবে ম্যারাডোনাকে, আমাকে এবং সব শেষে পেলেকে।' খেলা ছেড়ে রাজনীতির মাঠে নামা রোমারি যে নতুন পরিচয়েও ভালো করবেন সেটা তাঁর কথাতেই কিন্তু পরিষ্কার! পেলের পক্ষে কথা বলে রোমারিও যেমন স্বদেশি অগ্রজের পাশে দাঁড়িয়েছেন, তেমনি মেসিকে খাটো না করে নিজেকে রক্ষা করেছেন গণমাধ্যমের চক্ষুশূল হওয়ার হাত থেকে। গোলবারের সামনে রোমারিও যেমন কুশলী ছিলেন, মাইক্রোফোনের সামনেও যেন সে রকমই দক্ষতা তাঁর! সকারনেট

No comments

Powered by Blogger.