যুক্তরাজ্যে গুরুত্বপূর্ণ ভাইকিং সমাধির সন্ধান

যুক্তরাজ্যে একটি নৌকাভিত্তিক ভাইকিং সমাধি আবিষ্কার করা হয়েছে। একদল ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক স্কটল্যান্ডের পশ্চিম হাইল্যান্ডে এটি আবিষ্কার করেন।
সমাধিস্থলটির অবস্থান প্রত্যন্ত এয়ার্ডনামার্কান উপদ্বীপে। এটাই যুক্তরাজ্যের মূল ভূখণ্ডে পাওয়া প্রথম সম্পূর্ণ অক্ষত ভাইকিং নৌসমাধি। গবেষকেরা বলেছেন, ১৬ ফুট দীর্ঘ সমাধিটিতে উচ্চ পদের কোনো যোদ্ধাকে সমাহিত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সমাধিটি প্রায় এক হাজার বছরের পুরোনো।
নৌকাটিতে ওই ভাইকিংকে সমাহিত করার পাশাপাশি তাঁর সঙ্গে একটি কুঠার, একটি তলোয়ার ও একটি বল্লমও দেওয়া হয়। এ ছাড়া পাওয়া গেছে ঢাল, ধাতুর আংটি, শান-পাথর ও মৃৎশিল্পের উপকরণ।
খনন প্রকল্পের সহ-পরিচালক ড. হান্না কব এ আবিষ্কারকে ‘খুবই রোমাঞ্চকর’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, প্রাপ্ত নিদর্শন ও এগুলোর অক্ষত অবস্থার কারণে এটি যুক্তরাজ্যে এ পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাচীন নর্স সমাধিগুলোর অন্যতম।
সাধারণভাবে ভাইকিং বলতে স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের প্রাচীন নর্স জাতির দুর্ধর্ষ যোদ্ধা, ব্যবসায়ী, অভিযাত্রী প্রভৃতি শ্রেণীর লোকদের বোঝানো হয়।

No comments

Powered by Blogger.