ট্রাকসহ ওবামার অডিও যন্ত্রপাতি চুরি

প্রেসিডেন্ট বারাক ওবামার ব্যবহৃত অডিও যন্ত্রপাতিবোঝাই ট্রাক সোমবার ভার্জিনিয়া থেকে চুরি হয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। ট্রাকটিতে পোডিয়াম (প্রেসিডেন্টের দাঁড়ানোর মঞ্চ) প্রেসিডেন্সিয়াল সিল এবং টেলিপ্রম্পটারসহ ২ লাখ ডলার মূল্যের যন্ত্রপাতি ছিল। তবে এতে ঠিক কী কী যন্ত্রপাতি ছিল তা নিশ্চিত করে জানাননি পেন্টাগন কর্মকর্তারা। ট্রাকটি ভার্জিনিয়ার রিচমন্ডে একটি হোটেলের সামনে পার্ক করা ছিল। ওবামার ভার্জিনিয়া ও নর্থ ক্যারোলিনা সফরকালে এসব যন্ত্রপাতি ব্যবহার করা হয়।


সূত্র জানিয়েছে, চুরি যাওয়ার কিছুক্ষণের মধ্যেই রিচমন্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে আরেকটি হোটেলের কাছ থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। যদিও চুরি যাওয়া সব যন্ত্রপাতি উদ্ধারকৃত ট্রাকে ছিল কি-না তা স্পষ্ট নয়। মার্কিন প্রতিরক্ষা দফতরের মুখপাত্র জর্জ লিটশ মঙ্গলবার ট্রাক চুরির বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তারা বিষয়টি তদন্ত করছেন। বিশেষ করে ওইসব যন্ত্রপাতিই চুরির লক্ষ্যবস্তু ছিল কি-না। তিনি সাংবাদিকদের বলেন, সেখানে কোনো গোপন বা স্পর্শকাতর তথ্য ছিল না। খবর বিবিসি, এনডিটিভির।

No comments

Powered by Blogger.