ইন্টেল ও অ্যাপলের মুনাফা বেড়েছে, ইয়াহুর কমেছে

যুক্তরাষ্ট্রে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইন্টেলের শেয়ারের দাম আগের প্রান্তিকের তুলনায় ৪ শতাংশ বেড়েছে। এ প্রান্তিকের মোট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেড়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইন্টেল। প্রতিষ্ঠানের আয় বাড়ায় এর প্রভাব শেয়ারবাজারে পড়েছে বলে মনে করছে ইন্টেল। এ বছরের তৃতীয় প্রান্তিকে ইন্টেল নিজের উৎপাদিত পণ্য বিক্রি থেকে ৩ দশমিক ৪৭ বিলিয়ন ডলার বা ২ দশমিক ২ বিলিয়ন পাউন্ড আয় করেছে।


গত বছরে একই সময়ে তাদের মোট আয়ের পরিমাণ ছিল ২ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। এবার আয় বৃদ্ধির কারণ হিসেবে ইন্টেল জানিয়েছে, পারসোনাল কম্পিউটার, ল্যাপটপ এবং ট্যাবলেট কম্পিউটারের চাহিদা বাড়ায় তাদের আয় বেড়েছে। বিশ্বে উৎপাদিত কম্পিউটারের প্রায় পাঁচ-চর্তুথাংশে ইন্টেলের চিপ ব্যবহৃত হচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে অ্যাপলের আইপ্যাড এবং গুগলের অ্যান্ড্রয়েড স্মার্টফোনের চেয়ে ক্রেতারা বেশি কিনছেন ল্যাপটপ কম্পিউটার। চীন কিংবা অন্যান্য উন্নয়নশীল দেশেও একই চিত্র দেখা যাচ্ছে। এ ব্যাপারে ইন্টেলের প্রধান হিসাবরক্ষক স্টাসি স্মিথ জানান, কম্পিউটারের বাজার সম্প্রসারণ হওয়ায় তাঁদের মুনাফা বেড়েছে। এদিকে অ্যাপল জানিয়েছে, ২৫ সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী গত এক বছরে তাদের মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৮৫ শতাংশ বা ২৫ দশমিক ৯ বিলিয়ন ডলার (১৬.৫ বিলিয়ন পাউন্ড) বেড়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, গত বছরের তুলনায় এবার অ্যাপলের ম্যাক কম্পিউটার বিক্রি ২৭ শতাংশ বা ৪ দশমিক ৯ মিলিয়ন বেড়েছে। তবে বিশেষজ্ঞরা অনুমান করছেন বছরের চতুর্থ প্রান্তিক শেষে প্রতিষ্ঠানটির মুনাফার হিসাব এলোমেলো হয়ে যেতে পারে। স্টিভ জবসের মৃত্যুর কারণে প্রতিষ্ঠানটির আয় কমে যেতে পারে। তবে এ ধারণাকে মোটেও আমলে নিচ্ছে না অ্যাপল। চতুর্থ প্রান্তিকে অ্যাপলের ব্যবসায়িক লক্ষ্যমাত্রায় বলা হয়েছে, এ সময় তারা ১৭ দশমিক ১ মিলিয়ন আইফোন বিক্রি করবে, যা বিগত সময়ের তুলনায় ২১ শতাংশ বেশি। এ ছাড়া ১১ দশমিক ১ মিলিয়ন আইপ্যাড বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অ্যাপল। এটাও গত বছরের চতুর্থ প্রান্তিকে বিক্রি হওয়া পণ্যের তুলনায় ১৬৬ শতাংশ বেশি। তবে ইন্টারনেট সার্চ ইঞ্জিন ইয়াহু চলতি বছরের তৃতীয় প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ মুনাফা হারিয়েছে। চলতি সময়ে বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয় কমে যাওয়ায় মুনাফা কমেছে বলে জানিয়েছে ইয়াহু। এ বছরের তৃতীয় প্রান্তিকে ইয়াহু মোট মুনাফা করেছে ২৯৬ মিলিয়ন ডলার বা ১৮৮ মিলিয়ন পাউন্ড। গত বছরের এ সময়ে প্রতিষ্ঠানটি মুনাফা করেছিল ৩৯৬ মিলিয়ন ডলার। গুগল এবং ফেসবুকের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ায় গত মাসে ইয়াহুর সিইও ক্যারল বার্টজকে চাকরিচ্যুত করা হয়। নতুন সিইও আসার আগ পর্যন্ত দায়িত্ব পালন করছেন টিম মরস। তিনি ইতিমধ্যে বেশ কিছু নতুন উদ্যোগ গ্রহণ করেছেন। যার একটি হচ্ছে বিশ্বের জনপ্রিয় সংবাদ সংস্থাগুলোর সঙ্গে চুক্তি। এর ফলে প্রতিষ্ঠানের কতটা উন্নতি হয়েছে, তা জানা না গেলেও চীনের ইন্টারনেট প্রতিষ্ঠান আলিবাবার কাছে ইয়াহুর বিক্রির বিষয়ে আলাপ অনেকখানি এগিয়েছে বলে জানা গেছে। আলিবাবাও ইয়াহু পেতে ভীষণ আগ্রহী। বিবিসি।

No comments

Powered by Blogger.