জারদারি হটাও আন্দোলনের ঘোষণা দিল পিএমএল-এন

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) গতকাল বর্তমান পিপিপি শাসনামল অর্থাত্ জারদারির পতন অভিযান শুরুর ঘোষণা করেছে। পিএমএল-এন নেতা এবং জাতীয় পরিষদে বিরোধী নেতা চৌধুরী নেসার আলি খান মঙ্গলবার রাওয়ালপিণ্ডিতে দলের এক সমাবেশে এ ঘোষণা দেন। চৌধুরী নেসার বলেন, এ অভিযান ডেরাগাজি খান থেকে শুরু হবে। তিনি আরও উল্লেখ করেন, পিএমএল-এন আগামী ২৬ অক্টোবর লাহোরে এবং ৪ নভেম্বর ফয়সালাবাদে বিক্ষোভ সমাবেশ করবে। চৌধুরী নেসার আরও বলেন, জারদারির হাত থেকে দেশকে রক্ষা করতে অঙ্গীকারাবদ্ধ পিএমএল-এন।


আমরা দেশে এমন পদ্ধতির প্রচলন করতে চাই, যাতে দেশের সবার জন্য সুবিচার নিশ্চিত করা যায়। তিনি বলেন, ঈদুল আজহার পর জারদারি হটাও আন্দোলন তুঙ্গে অবস্থান করবে। জনগণও মুসলিম লীগকে সমর্থন দেবে। তিনি বলেন, বর্তমান পিপিপি ভুট্টোর পিপিপি নয়। এটি এখন জারদারির পিপিপি। বিরোধীদলীয় নেতা আরও অভিযোগ করেন, সাবেক প্রেসিডেন্ট মোশাররফের সব অপকীর্তিকেও ছাড়িয়ে গেছেন জারদারি। তিনি দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। তবে আমরা দেশকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। পিএমএল-এন রাজপথে নেমে আসবে এবং পুরো জাতিকে তাদের সঙ্গে হাত মেলানোর আহ্বান জানানো হয়। তিনি বলেন, দেশে দারিদ্র্য এবং বেকারত্ব প্রচণ্ড রকমের, সেই সঙ্গে রয়েছে ভয়াবহ লোডশেডিং। এর ফলে সাধারণ মানুষের জীবন হয়ে পড়েছে দুর্বিষহ। পিএমএল নেতা নওয়াজ শরীফ দেশের শাসকদের বিরুদ্ধে গণতন্ত্রের অপব্যবহারের অভিযোগ এনেছেন। সরকারের মন্ত্রিরা গণতন্ত্রকে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির কাজে ব্যবহার করছেন। সিন্ধুর সাকরান্দ শহরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশে বক্তব্যদানকালে তিনি এ অভিযোগ করেন। তিনি আরও বলেন, জনগণ অপশাসনের পরিণাম ভোগ করছে। তিনি বলেন, পিপলস পার্টি নয়, দলের নেতারই দেশের বর্তমান সংঘাতময় পরিস্থিতির জন্য দায়ী। পিএমএল প্রধান রাষ্ট্রচালিত প্রতিষ্ঠানগুলোর করুণ অবস্থার কথা তুলে ধরেন। রেলওয়ের মতো পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনেরও (পিআইএ) একই অবস্থা হবে বলে ভবিষ্যদ্বাণী করেন।

No comments

Powered by Blogger.