শিরীন শারমিন স্পিকার না পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন by শাহেদ চৌধুরী

দশম জাতীয় সংসদের স্পিকার কে হচ্ছেন? এ নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। ড. শিরীন শারমিন চৌধুরী স্পিকার থাকছেন, নাকি এ পদে নতুন কেউ আসছেন_ এ নিয়েও আলোচনার কমতি নেই। আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা সমকালকে জানিয়েছেন, শিরীন শারমিন চৌধুরী স্পিকার কিংবা পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন। তাকে স্পিকার নির্বাচন করার উদ্যোগ রয়েছে সরকারি দলে। কোনো কারণে তা সম্ভব না হলে তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হতে পারে। ড. শিরীন শারমিনকে স্পিকার নির্বাচন করতে হলে সংরক্ষিত নারী আসনে এমপি হতে হবে। নারী এমপি হিসেবেই নবম সংসদে স্পিকার নির্বাচিত হয়েছিলেন ড. শিরীন। আগামী ২৯ জানুয়ারি দশম সংসদের প্রথম অধিবেশন শুরুর আগেই নারী এমপি নির্বাচনের উদ্যোগ রয়েছে। এ ক্ষেত্রে ১৬ জানুয়ারি স্থগিত আট আসনের নির্বাচনের পর সংরক্ষিত নারী আসন নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হবে। এর পর ২৬ জানুয়ারির মধ্যেই নারী এমপি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তুতি রয়েছে। ওই নির্বাচনে নারী এমপি নির্বাচিত হতে পারেন ড. শিরীন শারমিন চৌধুরী। সে ক্ষেত্রে তার স্পিকার নির্বাচনের ক্ষেত্রে আইনি কোনো বাধা থাকবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকেই নতুন স্পিকার নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। এর আগে নারী এমপি নির্বাচন না হলে স্পিকার নির্বাচনের সুযোগ নেই ড. শারমিনের। এ কারণেই অধিবেশন শুরুর আগেই নারী এমপি নির্বাচনের কথা ভাবা হচ্ছে।
ড. শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার নির্বাচন করা হলে ডেপুটি স্পিকার কে হবেন, তা নিয়েও নানা গুঞ্জন শুরু হয়েছে। ডেপুটি স্পিকারের আলোচনায় রয়েছেন কুমিল্লা-৫ আসনের এমপি অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, গাইবান্ধা-৫ আসনের এমপি অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া ও কুমিল্লা-৭ আসনের এমপি অধ্যাপক আলী আশরাফ। তবে নবম সংসদের ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী সম্মত থাকলে তিনি স্বপদে বহাল থাকবেন। শিরীন শারমিন স্পিকার না হলে কর্নেল (অব.) শওকত আলীর এ পদে আসার সম্ভাবনা বেশি। তখন ডেপুটি স্পিকারের দৌড়ে শামিল হবেন নবম সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ। স্পিকার হিসেবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া ও অধ্যাপক আলী আশরাফের নামও শোনা যাচ্ছে।
ড. শিরীন শারমিন চৌধুরীকে নিয়ে সরকারের ভিন্ন চিন্তাও রয়েছে। তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেড়ে দেওয়া রংপুর-৬ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার প্রস্তুতি রয়েছে আওয়ামী লীগে। ওই নির্বাচনে বিজয়ী হলে তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হতে পারে। কোনো কারণে তা সম্ভব না হলে টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন ড. শিরীন শারমিন। এর আগ পর্যন্ত দিনাজপুর-৪ আসনের এমপি আবুল হাসান মাহমুদ আলীকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। কে হচ্ছেন উপনেতা-চিফ হুইপ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী আবারও উপনেতা হচ্ছেন। দলের হাইকমান্ডের সিদ্ধান্তে বড় ধরনের কোনো পরিবর্তন না এলে উপনেতা পদে পরিবর্তনের সম্ভাবনা কম। চিফ হুইপ হিসেবে বরিশাল-১ আসনের এমপি আবুল হাসানাত আবদুল্লাহকে নিয়ে আলোচনা হচ্ছে। এ ক্ষেত্রে উপাধ্যক্ষ আবদুস শহীদ ও পটুয়াখালী-২ আসনের এমপি আ স ম ফিরোজের নাম আলোচনায় থাকলেও এগিয়ে রয়েছেন আবুল হাসানাত আবদুল্লাহ।

No comments

Powered by Blogger.