এবার দিল্লিতে ড্যানিশ নারীকে গণধর্ষণের অভিযোগ

নয়াদিল্লির একটি পুলিশ স্টেশন
এবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে একজন ড্যানিশ নারী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়েছে, মঙ্গলবার রাতে দিল্লি রেলস্টেশনের কাছে ৫১ বছর বয়েসী ওই নারীকে ছয়জনেরও বেশি লোক ধর্ষণ করে। জাদুঘর পরিদর্শন শেষে তিনি হোটেলে ফিরছিলেন। পথ হারিয়ে একদল লোকের কাছে সাহায্য চাইতে গিয়ে তিনি ধর্ষিত হন। দেশটিতে একের পর এক ভয়াবহ ধর্ষণের ঘটনার এটিই সর্বশেষ। পুলিশ জানিয়েছে, এ ঘটনার তদন্ত চলছে এবং এরইমধ্যে সন্দেহভাজন ছয়জনকে আটক করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া জানায়, ওই নারী প্রায় এক সপ্তাহ ধরে ভারতে রয়েছেন। তিনি প্রথমে আগ্রা সফর করেন। মঙ্গলবার তিনি নয়াদিল্লি আসেন। সেখানে তিনি হোটেল আমাক্সে ওঠেন। বিকেলে জাতীয় জাদুঘর দেখে ফেরার পথে তিনি রাস্তা হারিয়ে ফেলেন। পরে পথচারীদের জিজ্ঞেস করে হোটেলের রাস্তা খুঁজে পাওয়ার চেষ্টা করছিলেন তিনি। এমন সময় তাকে তুলে নিয়ে দিল্লি রেলস্টেশনের কাছে ধর্ষণ করা হয়েছে বলে দাবি করেন ওই নারী। ধর্ষণের পর তার সঙ্গে থাকা অর্থ ও মূল্যবান সামগ্রীসহ মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তিনি কোনো মতে হোটেলে পৌঁছাতে সক্ষম হন এবং পুলিশ ও ড্যানিশ দূতাবাসকে বিষয়টি অবহিত করেন। এ বিষয়ে ড্যানিশ দূতাবাসের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ ঘটনার সপ্তাহ খানেক আগে একই এলাকায় যৌন হয়রানির শিকার হয়েছে বলে অভিযোগ করেছিল ১৬ বছর বয়েসী এক কিশোরী। এর আগে গত বছর নয়াদিল্লিতে চলন্ত বাসে এক মেডিক্যাল ছাত্রী গণধর্ষণের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার পর বিক্ষোভে ফেটে পড়ে ভারতবাসী। এরপরও শহরটিতে একাধিক গণধর্ষণের ঘটনা ঘটে। এটি তার সর্বশেষ।

No comments

Powered by Blogger.