কথোপকথন- শূন্য থেকেই তো সবকিছুর শুরু

গৌতম ঘোষ নতুন ছবি তৈরি করেছেন। নাম শূন্য অঙ্ক। আগামী শুক্রবার ছবিটি মুক্তি পাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে। শনিবার সন্ধ্যায় হঠাৎ দেখা হলো গৌতম ঘোষের সঙ্গে।
আপনি তো ঢাকায় গিয়েছিলেন। কবে ফিরলেন? কিছুক্ষণ আগে। ছবি রিলিজ হবে—কত কাজ পড়ে আছে। এ সময় হঠাৎ বাংলাদেশে যেতে হলো কেন?
আমরা একটা উদ্যোগ নিয়েছি। আর এই কাজে বাংলাদেশকে আমরা পাশে চাই। আমাদের আলোচনার মূল বিষয় ছিল কী করে বাংলা ছবির বাজারকে আরও প্রসারিত করা যায়। বিশ্বের যেখানেই বাংলা ভাষাভাষী রয়েছেন, তাঁদের মাঝে যদি বাংলা ছবিকে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে বাংলা ছবির ভবিষ্যৎ সত্যিই উজ্জ্বল। এসব নিয়েই আমরা বাংলাদেশের তথ্যমন্ত্রীসহ বিভিন্ন মহলের সঙ্গে কথা বলেছি।
কেমন সাড়া পেলেন?
আমরা কথা বলে এসেছি। সরকারি সিদ্ধান্তের ব্যাপার। দেখি। আমরা তো বলেছি পশ্চিমবঙ্গের ছবি যেমন বাংলাদেশে মুক্তি পাবে, তেমনি বাংলাদেশের ছবিও ভারতে মুক্তি পাবে।
এ ব্যাপারে আপনারা আর কী পদক্ষেপ নিয়েছেন?
আমরা শুরুতেই বাংলাদেশের চোরাবালি ছবিটি কলকাতায় মুক্তি দেওয়ার উদ্যোগ নিয়েছি।
ছবির নাম ‘শূন্য অঙ্ক’ কেন?
ছবিটা দেখলে তা ঠিক বোঝা যাবে। শূন্য থেকেই তো সবকিছুর শুরু। আমার এই ছবিটিও শূন্য দিয়ে শুরু, আবার শূন্য দিয়েই শেষ।
ছবির গানগুলো কেমন হয়েছে?
আমি তো বলব চমৎকার। পণ্ডিত অজয় চক্রবর্তী, তাঁর মেয়ে কৌশিকী, ওস্তাদ রশিদ খান আর অনুপম গান করেছেন।
অভিনয়শিল্পীদের ব্যাপারে কিছু বলুন।
আমার এই ছবিতে অভিনয় করেছেন প্রিয়াংশু চ্যাটার্জি, কঙ্কণা সেন শর্মা, সৌমিত্র চট্টোপাধ্যায়, ধৃতিমান চ্যাটার্জি, ললিতা চ্যাটার্জি। আরও অনেকে আছেন। আমার মেয়ে আনন্দীও অভিনয় করেছে।
 মেহেদী মাসুদ, কলকাতা থেকে

No comments

Powered by Blogger.