ছিনতাইয়ের শিকার হওয়ার পর পুলিশের দুর্ব্যবহার!

ছিনতাইয়ের শিকার হয়ে থানায় মামলা করতে গিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা পুলিশের দুর্ব্যবহারের মুখোমুখি হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি ইনস্টিটিউটের প্রকল্প ব্যবস্থাপক একরাম হোসেন গত রোববার রাত ১১টার দিকে নিউমার্কেট এলাকা থেকে রিকশাযোগে শুক্রাবাদের বাসায় ফিরছিলেন। কলাবাগান মাঠের পর ময়লার ডিপোসংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী দুই যুবক তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
একরাম অভিযোগ করেন, এ ব্যাপারে রাত পৌনে ১২টার দিকে ধানমন্ডি থানায় লিখিত অভিযোগ নিয়ে যান। কিন্তু ‘ছিনতাই’ শব্দ লেখা থাকায় পুলিশ মামলা নিচ্ছিল না। পুলিশ ‘হারানোর’ কথা লিখে সাধারণ ডায়েরি করতে তাঁকে চাপ দেয়। এতে রাজি না হওয়ায় থানার বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা তাঁর সঙ্গে দুর্ব্যবহার ও তাঁকে বিভিন্নভাবে হেয়প্রতিপন্ন করেন। শেষে পুলিশ মামলা না নিয়ে তাঁকে বিদায় করে দেয়।
একরাম বলেন, ‘গতকাল বিষয়টি আমি ফোনে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। এরপর থানার পুলিশ মামলা নিতে বাধ্য হয়।’
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আসলে লেখায় একটু ভুল ছিল। আমরা পরে মামলা নিয়েছি।’

No comments

Powered by Blogger.