মেজর জসিমউদ্দিনের সদস্যপদ বাতিল বিষয়টি সংসদকে জানালেন স্পীকার

 ভোলা-৩ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগদলীয় এমপি মেজর (অব.) জসিমউদ্দিনের সদস্যপদ বাতিল হওয়ার বিষয়টি জাতীয় সংসদকে অবহিত করেছেন স্পীকার এ্যাডভোকেট আবদুল হামিদ।
বুধবার বিকেলে সংসদ অধিবেশন শুরম্ন হলে স্পীকার এ সংক্রানত্ম নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনটি সংসদকে অবহিত করেন। স্পীকার সংসদকে জানান, জসিমউদ্দিনের সংসদ সদস্যপদ বাতিল সংক্রানত্ম নির্বাচন কমিশনের গেজেটের কপি তিনি হাতে পেয়েছেন। বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় গত ৩ ফেব্রম্নয়ারি এটি প্রকাশিত হয়েছে। সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিষয়টি জাতীয় সংসদকে অবহিত করছি।
এর আগে ভোলা-৩ আসন শূন্য সংক্রানত্ম আদালতের রায়ের কপি নির্বাচন কমিশনে পেঁৗছানোর পর গত সপ্তাহে আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। নির্বাচনের আগে আদালতের দায়ের করা রিট আবেদনে ওই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জসিমউদ্দিনের বিরম্নদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় হলফনামায় মিথ্যা তথ্য দেয়ার অভিযোগ আনা হয়। প্রসঙ্গত, আসন শূণ্য হওয়ায় নির্বাচন কমিশনকে আগামী ৯০ দিনের মধ্যে অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন অনুষ্ঠান করার বাধ্যবাধকতা রয়েছে।

No comments

Powered by Blogger.