তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ না হলে ‘সুনামিমার্চ’: ইমরান

পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, নির্বাচনের আগে দেশে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া না হলে ‘সুনামিমার্চের’ আয়োজন করা হবে।
গত শনিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ইমরান এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে পুরোপুরি ধ্বংসের হাত থেকে রক্ষায় প্রয়োজনে আমরা বিক্ষোভ করব। পিটিআই সুনামি মার্চ করবে। এই কর্মসূচির জন্য আমার নেতা-কর্মীরা প্রস্তুত।’
নির্বাচনী সংস্কারের দাবিতে কয়েক দিন আগে লাহোর থেকে ইসলামাবাদে লংমার্চ করেন তেহরিক-ই-মিনহাজুল কোরআন পার্টির প্রধান তাহির উল-কাদরি। ডন অনলাইন।

No comments

Powered by Blogger.