গুলি বের না হওয়ায় রক্ষা!

মঞ্চে ভাষণ দেওয়ার সময় বুলগেরিয়ার তুর্কি সংখ্যালঘু গোষ্ঠীর এক নেতার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলির চেষ্টা করে এক হামলাকারী। তবে দুইবার চেষ্টার পরও পিস্তল থেকে গুলি বের না হওয়ায় রক্ষা পেয়ে যান আহমেদ দোগান।
গত শনিবার রাজধানী সোফিয়ায় মুভমেন্ট ফর রাইট অ্যান্ড ফ্রিডম (এমআরএফ) পার্টির সম্মেলন চলাকালে ঘটনাটি ঘটে। হামলাকারীকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।
বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সেভেতান সেভেতানভ জানান, টেলিভিশনে সরাসরি সমপ্রচারিত সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন দোগান। এ সময় হঠাৎ করে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মঞ্চে উঠে আসে। পিস্তল দোগানের মাথার সামনে ঠেকিয়ে গুলি করার চেষ্টা করে সে। কিন্তু দুবার গুলি করলেও পিস্তলে তা আটকে যায়। এ সময় দোগান হামলাকারীর ওপর ঝাঁপিয়ে পড়েন। পরে নিরাপত্তাকর্মীরা হামলাকারীকে আটক করে। সেভেতানভ জানান, হামলাকারীর বিরুদ্ধে মাদক ব্যবহার ও ডাকাতির অভিযোগ আছে। সূত্র : বিবিসি, রয়টার্স।

No comments

Powered by Blogger.