আশুগঞ্জ জিয়া সারকারখানার নাম বদলে যাচ্ছে

 বদলে যাচ্ছে আশুগঞ্জের জিয়া সারকারখানার নাম। প্রকৃত নাম আশুগঞ্জ সারকারখানাই বহাল হচ্ছে। বছরের পর বছর ধরে অনেকটা বেআইনভাবে নাম পরিবর্তন ঘটেছিল।
জয়েন্ট স্টক লিমিটেডে যে নামে নিবন্ধন করা হয় সে নামকরণ ছিল না এ কারখানার। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে ফেলার আভাস দিলেন। তিনি বুধবার সন্ধ্যার পর ব্রাহ্মণবাড়িয়ার সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ আভাস দেন। তিনি বলেন, ১৯৭৩ সালে সারকারখানাটি আশুগঞ্জ সারকারখানা নামে কাজ শুরম্ন করে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃতু্যর পর তার নামে আশুগঞ্জ জিয়া সারকারখানা নামকরণ করা হয়। কিন্তু জয়েন্ট স্টক লিমিটেডে যে রেজিস্ট্রেশন করা হয়েছে তা আশুগঞ্জ সারকারখানা নামে। জিয়াউর রহমানের নামে রেজিস্ট্রেশন করা হয়নি। যে কারণে জিয়াউর রহমানের নাম থাকার আইনগত কোন ভিত্তি নেই। তিনি আরো বলেন, যেহেতু আইনগত কোন ভিত্তি নেই সেহেতু বিসিআইসি স্বাভাবিকভাবেই আইনসিদ্ধ আগের নামে ফিরে যাবে। শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে এ বিষয়টি দেশবাসীকে জানানো আমার জন্য যুক্তিসঙ্গত বললেন তিনি। সরকার আইনসঙ্গত সব কিছুই করবে।

No comments

Powered by Blogger.