চট্টগ্রাম বন্দরে চাপা উত্তেজনা, ৪ সংগঠনের কর্মবিরতি ২৪ ফেব্রুয়ারি

 আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে চট্টগ্রাম বন্দর। গত মঙ্গলবার দুই সংগঠনের সংঘর্ষের পর চাপা উত্তেজনা বিরাজ করছে বন্দর এলাকায়। এরই ধারাবাহিকতায় নিউমুরিং কন্টেনার টার্মিনালে (এনসিটি) টেন্ডার বাতিলসহ বিভিন্ন দাবিতে আগামী ২৪ ফেব্রম্নয়ারি দুই ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করেছে বন্দরের চারটি সিবিএ-নন সিবিএ সংগঠন।
বুধবার সকালে চট্টগ্রাম প্রেসকাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচী ঘোষণা দেয়া হয়। নেতৃবৃন্দ মঙ্গলবার তাঁদের শানত্মিপূর্ণ কর্মসূচীতে হামলাকারীদের বিরম্নদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বন্দরের বহুল প্রত্যাশিত এবং নিজস্ব অর্থায়নে প্রায় ৫শ' কোটি টাকা ব্যয়ে নির্মিত এনসিটি বিদেশীদের নিকট ইজারা দেয়ার সিদ্ধানত্ম বাতিল করতে হবে। এছাড়া তারা বন্দর কর্মচারীদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল, বেআইনীভাবে পদোন্নতি ও নিয়োগ বাতিল, চাকরিচু্যত কর্মচারীদের পুনর্বহাল, শূন্য পদ পূরণ, পোষ্য কোটায় ৪০ শতাংশ চাকরির বিধান চালুসহ ১০ দফা দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বন্দর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুল হক সফি, বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নূরম্নলস্নাহ বাহার, বন্দর ইসলামিক শ্রমিক সংঘের সভাপতি কাজী জাহাঙ্গীর হোসেন, বন্দর শ্রমিক লীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্যামল চক্রবতর্ী প্রমুখ।

No comments

Powered by Blogger.