বেলুচিস্তান সরকার বরখাস্ত কেন্দ্রীয় শাসন জারি

পাকিস্তানের বেলুচিস্তানের প্রাদেশিক সরকার ভেঙে দিয়ে সেখানে কেন্দ্রের শাসন জারি করেছে দেশটির সরকার। এখন একজন গভর্নর নিয়োগ করা হবে পাকিস্তানের সমস্যাসঙ্কুল প্রদেশটিতে। বোমা হামলায় প্রায় ১০০ শিয়া সমপ্রদায়ের মানুষ হত্যার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রোববার শেষ রাতে হাজারা শিয়া নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর এ সংক্রান্ত ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ। হাজারা নেতারা বৃহস্পতিবার রাতে বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় বোমা হামলায় ৯৮ জন নিহত ও ১৩০ জনের বেশি আহত হওয়ার পর থেকে প্রাদেশিক সরকারকে বরখাস্ত করা ও সেখানে সেনাবাহিনীর কর্তৃত্ব দেয়ার দাবি জানিয়ে আসছিলেন। দাবি আদায়ে অবস্থান ধর্মঘট করে আসছিলেন তারা। এমনকি তারা বোমা হামলায় নিহতদের মৃতদেহ নিয়ে আন্দোলন করছিলেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত মৃতদেহগুলোকে কবর না দেয়ার ঘোষণা ছিল তাদের। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন তারা। প্রধানমন্ত্রী তাদের সরকার বরখাস্ত করার দাবি মেনে নেন এবং যে কোন সময় প্রশাসনকে সহায়তা করার জন্য রাজ্যটির বর্তমান প্রধান নির্বাহী সেনা ডাকবেন বলেও তাদেরকে আশ্বস্ত করেন। একজন শীর্ষস্থানীয় হাজারা শিয়া নেতা জান আলী চাঙ্গজী বলেন, আমরা প্রধানমন্ত্রীকে জানিয়েছি কেবল আমাদের দাবি মেনে নিলেই আমরা অবস্থান ধর্মঘট ও আন্দোলন বন্ধ করবো। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, তিনি আমাদের দাবি মেনে নিয়েছেন। তবে আমরা তাকে জানিয়ে দিয়েছি কেবল সরকার বরখাস্তের গেজেট জারি করার পরই আমরা আন্দোলন স্থগিত করবো। পিটিআই’র খবরে বলা হয়, বেলুচিস্তানের মুখ্য সচিব জানিয়েছেন খুব দ্রুত প্রেসিডেন্ট সেখানে গভর্নরের শাসন জারি করবেন। বৃহস্পতিবার পর পর তিনটি বোমা হামলায় বেলুচিস্তানে ৯৮ জন শিয়া মুসলিম মারা যান। এতে আহত হন ১৩০ জন। রাজ্যটিতে শিয়ারা সব সময় হামলার শিকার হয়ে আসছেন। গত বছর সেখানে বিভিন্ন বোমা হামলায় ৫ শ’র বেশি শিয়া মুসলিম মারা যান। যাদের বেশির ভাগই ছিলেন হাজারা সমপ্রদায়ের।

No comments

Powered by Blogger.