পদ্মা সেতু- কানাডায় গিয়ে তথ্য আনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দুদক



কানাডায় গিয়ে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগবিষয়ক তথ্য আনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান এ তথ্য জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোলাম রহমান বলেন, ‘কানাডায় গিয়ে প্রকৃত তথ্য উদ্ঘাটনের জন্য তদন্তকারী কর্মকর্তাদের সেখানে পাঠানোর বিষয়ে কমিশন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে সরকারিভাবে পাঠানো এমএলআরের মাধ্যমে তথ্য চলে এলে, সরকারের অর্থ খরচ করার দরকার হবে না।’
হল-মার্কের মতো একই উপায়ে প্রায় ৩৫০ কোটি টাকা ফান্ডেড অর্থ আত্মসাতের অভিযোগে পাঁচ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে দুদকের চেয়ারম্যান বলেন, ‘মামলা শুধু করলেই হবে না। তা আদালতে টিকাতে উপযুক্ত মালমসলাও লাগবে। সেটা জোগাড় করেই মামলা করা হবে।’

No comments

Powered by Blogger.