আবার জমবে মেলা- শামীমা আখতার

মেলা মানেই বিশাল প্রাঙ্গণ। হইহুল্লোড়, হুটোপুটিতে ভরপুর এক খুশির আসর। সঙ্গে মন ভাল করে দেয়ার নানা উপকরণ। চারদিকে সাজানো পসরা, নতুন চমক। সঙ্গে অনেক মানুষের ঢল।
আবহাওয়াটাই এমন দিশাহারা করে দেয় যে, অনেক সময় আমরা ভুলে যাই এখানেও থাকে কিছু কায়দা-কানুন, মেনে চলতে হয় কিছু ডিসিপ্লিন। মেলায় ঢোকার সময় টিকেট কাউন্টারের সামনে লাইন করে দাঁড়ান। বেলাইনে ঢোকার চেষ্টা করবেন না। টিকেট বা পাস হাতে আছে বলেই অন্যদের ঠেলে-গুঁতিয়ে গেট ক্রাশ করবেন না। পার্কিংয়ের নিয়ম মেনে গাড়ি পার্ক করুন।
মেলায় প্রবেশ করুন মেলা কর্তৃপক্ষের নির্দেশিত পথে।
ঢোকার সময় সংগ্রহ করে নিন মেলার গাইডবুক। কোন দিকে কিসের স্টল আছে জেনে নিলে অকারণ খুঁজে- হাতড়ে বেড়াতে হবে না ।
মেলার মাঠে
মেলার মাঠটাকে পিকনিক গ্রাউন্ড করে তুলবেন না।্
খাবারের ঠোঙা, কাগজ, প্যাকেট ফেলে মেলাপ্রাঙ্গণ নোংরা করবেন না। ডাস্টবিনের সদ্ব্যবহার করুন।
মেলা মানেই শুধু ভোজন নয়, রকমারি জিনিসের দিকেও তাকান।
কোন বিশেষ ব্যক্তিত্বকে কেন্দ্র করে মেলার আয়োজন হলেও সেই বিশেষ স্টলটি দেখার সুযোগ হাতছাড়া করবেন না।
মেলায় কোন অনুষ্ঠান চলছে-দেখতে না চাইলে অযথা উঁকিঝুঁকি মেরে ভিড় বাড়াবেন না।
কোন আলোচনা সভা, কবিতা পাঠ বা গান-নাচের অনুষ্ঠানে থাকলে মোবাইল সাইলেন্ট মুডে রাখুন।
অনুষ্ঠানের মাঝে উচ্চৈস্বরে কথা বলবেন না।
মাঠের মধ্যে অচেনা-অজানা কোন জিনিস পড়ে থাকলে তুলবেন না। দরকারে মেলার নিরাপত্তা ব্যবস্থার ভারপ্রাপ্তদের নজরে আনুন ব্যাপারটা।
স্বেচ্ছাসেবকদের সহযোগিতা করুন। ওঁরা আপনাকে সাহায্য করার জন্যই আছেন।
নিজে অথবা সঙ্গীকে খুঁজে না পেলে কর্তৃপক্ষকে জানাতে পারেন। দু’জনেরই সঙ্গে মোবাইল ফোন থাকলে কথা বলে নিন। অকারণ হইচই করে গোলমাল বাড়াবেন না।
স্টলের মধ্যে
স্টলের ভেতর কোন দাহ্য পদার্থ নিয়ে ঢুকবেন না।
দোকান বা স্টলের ভেতর কোন জিনিস দেখতে গিয়ে অকারণ ধাক্কাধাক্কি করবেন না।
মেলায় জিনিস দেখে কিনবেন। স্টল থেকে জিনিস কিনে বেরোনোর সময় জিনিসের দাম ও ক্যাশমেমো চেক করে নিন।
স্টলে ভিড়ভাট্টার মধ্যে নিজের ব্যাগ ও দরকারি জিনিসপত্র সামলে রাখুন, সতর্ক থাকুন।
দোকানদারের সঙ্গে সহযোগিতা করুন। যেখান থেকে জিনিস নিয়ে দেখছেন সেখানেই রেখে দিন।
স্টলে ঢোকার ও বেরোবার আলাদা এন্ট্রান্স থাকে। সেই নিয়ম মেনে চলুন। ঢোকার পথ দিয়ে বেরোবেন না। এতে স্টলের ভেতর ঠেলাঠেলি, বিশৃঙ্খলা বেড়ে যায়।
সঙ্গীদের সঙ্গে
বন্ধুবান্ধব একসঙ্গে জড়ো হয়ে মেলায় যেতে চাইলে মেলার কাছাকাছিই কোথাও একটা মিটিং পয়েন্ট ফিক্স করে নিন। এতে মেলায় ঢুকে উদ্ভ্রান্তের মতো একে অপরকে খুঁজতে হবে না।
আনন্দ করুন। কিন্তু কখনই অন্যকে উত্ত্যক্ত করে, অপরের দিকে কটু মন্তব্য ছুড়ে নয়।
কোন স্টলে অথবা খাবার দোকানে দলবেঁধে বেশিক্ষণ জায়গাজুড়ে থাকবেন না। অন্যদের সুযোগ দিন।

No comments

Powered by Blogger.