অসুস্থ হয়ে হাসপাতালে হিলারি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের বরাত দিয়ে আজ সোমবার এ তথ্য জানিয়েছেন বলে বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
হিলারির মুখপাত্র ফিলিপ রাইনস জানান, গতকাল রোববার স্বাস্থ্য পরীক্ষার সময় তাঁর রক্ত জমাট বাঁধার বিষয়টি ধরা পড়ে। এ কারণে তাঁকে নিউ ইয়র্কের প্রেসবাইটেরিয়ান হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সকেরা তাঁকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করবেন।
চলতি মাসের মাঝামাঝি অসুস্থতার কারণে সংজ্ঞা হারিয়ে পড়ে যান হিলারি। তখন তাঁর মাথায় আঘাত লাগে। ওই আঘাতের কারণে তাঁর রক্ত জমাট বাঁধার জটিলতার সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ওই সময় বলা হয়, পেটের ভাইরাসের ফলে হিলারির দেহে চরম পানিশূন্যতা দেখা দেয়। এ কারণে তিনি চেতনা হারিয়ে ফেলেন।
হিলারির অসুস্থতার কারণে তখন লিবিয়ার বেনগাজিতে মার্কিন উপদূতাবাসে সন্ত্রাসী হামলার বিষয়ে কংগ্রেসের বিদেশ-সংক্রান্ত কমিটির নির্ধারিত শুনানি বাতিল করা হয়। অসুস্থতার কারণে তাঁর মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকা সফর বাতিল করা হয়।
বারাক ওবামার প্রথম মেয়াদে ২০০৯ সালে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে নিয়োগ পান তত্কালীন ডেমোক্র্যাট সিনেটর হিলারি ক্লিনটন। গত চার বছরে ১১২টি দেশ সফর করেছেন তিনি।

No comments

Powered by Blogger.