নিউইয়র্কে বাঙালি খুনের দায়ে এক নারী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পাতালরেলের সামনে ফেলে দিয়ে একজন ভারতীয় বাঙালিকে হত্যার অভিযোগে পুলিশ গতকাল শনিবার এরিকা মেনডেজ (৩১) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে। নিউইয়র্কের কুইন্স সাবওয়ে স্টেশনে গত বৃহস্পতিবার ভারতীয় অভিবাসী সুনন্দ সেনকে (৪৬) হত্যা করেন তিনি।
অভিযুক্ত মেনডেজ বলেছেন, হিন্দু ও মুসলমানদের প্রতি বিদ্বেষ থেকে তিনি এ কাজ করেছেন। ২০০১ সালে টুইন টাওয়ারে হামলার পর থেকে তিনি তাদের ঘৃণা করেন। এ থেকেই বিভিন্নভাবে তিনি হিন্দু ও মুসলমানদের আক্রমণ করেন।
নিহত সুনন্দ সেন নিউইয়র্কের কুইন্সের বাসিন্দা। তিনি অবিবাহিত ছিলেন এবং তাঁর মা-বাবাও বেঁচে নেই। ঘটনার দিন তিনি সাবওয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। ট্রেন প্ল্যাটফর্মে আসার মুহূর্তে মেনডেজ তাঁকে ধাক্কা দিয়ে রেললাইনের ওপর ফেলে দেন। পরে মুঠোফোনের সূত্র ধরে তাঁকে শনাক্ত করা হয়।
সুনন্দকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েই মেনডেজ দৌড়ে পালিয়ে ভিড়ের সঙ্গে মিশে যান। তবে তাঁর সাদা-কালো ছবি সিসি ক্যামেরায় ধরা পড়ে। বিবিসি।

No comments

Powered by Blogger.