কুড়িয়ে পাওয়া সংলাপ-সুযোগ পেলে দেখে নেব by রণজিৎ বিশ্বাস

: বারবার একই রকম হচ্ছে। আমরা খেই হারাচ্ছি ও কথা বলতে বলতে কথা হারাচ্ছি। যে পয়েন্টে আমরা শুরু করেছিলাম, সেখানে আমরা নেই। আপনার সঙ্গে কথা বলতে এলে প্রায়ই এমন হয়। আপনি এক ডাল থেকে আরেক ডালে নিয়ে যান। ভালো নয় ব্যাপারটি।
: তাহলে কোনটি ভালো, ভালো করে বলুন।
: বিষয়ের মধ্যে থাকা। মিছে কথা নিয়ে কথা বলছিলাম।
: কোন কথাটি জানতে চান, সে বিষয়ে বলুন।
: কোন মিছে কথা সবচেয়ে পচা মিছে কথা?
: মুখ খুললেই মানুষ যখন বুঝতে পারে লোকটি সত্য থেকে অনেক দূরে।
: আপনার শোনা সবচেয়ে বড় মিছে কথা কোনটি?
: একটি বললেই হবে শুধু। আমাকে যে দুটি বলতে হবে।
: না, আজ একটিই বলুন। দুটি আরেক দিন বলবেন। আজ সময় নেই।
: আমার শোনা সবচেয়ে বড় মিছে কথাটি হচ্ছে এমন একটি মিথ্যা কথা, যা ঘোষণা ও পাঠকর্মের মধ্যে পার্থক্য সম্পর্কে মানুষের মনে একটি ভ্রান্তবীক্ষণ তৈরি করতে চায়। ভ্রান্ত এই বীক্ষণ তৈরি করে যার যা প্রাপ্য নয়, তাকে তা দেওয়া হয়। মানুষ এটি পছন্দ করে না, মানুষ এমন কর্মে হাসাহাসি করে, মানুষ এমন কম্মো ঘৃণা করে। তার পরও এই কাজই যাদের পুঁজি, এ কাজ করতে না পারলে যারা নিজেদের অস্তিত্ব নিয়ে অনিশ্চিত অবস্থায় পড়ে যায়, তারা থামে না।
: আপনি যে এই নষ্ট ও ভ্রষ্ট মানুষগুলোর সমালোচনা বারবার করেন, কখনো কখনো বড় কঠিন ভাষায় করেন, তাতে আপনার ক্লান্তি আসে না?
: আসে না। কিছু কিছু সত্য আছে, যার উচ্চারণে ক্লান্তিকে কখনো প্রশ্রয় দেওয়া যায় না।
: তাদের কারো কারো সঙ্গে আপনার দেখা হয় না?
: হয়। অনেকের সঙ্গেই দেখা হয়। প্রতিদিন হয়। হাটে হয়, বাজারে হয়, শ্রমের ফ্যাক্টরিতে হয়। তাদের কেউ কেউ জানে যে তাদের আমি চিনি। তারা সংকুচিত থাকে। সুযোগ পেলে যে ফণাটি তুলবে, তুলবে বড় ভয়াবহভাবে, সেটি আপাতত দাবিয়ে রাখে।
: আর কোন ক্যাটাগরি আছে ওদের মধ্যে?
: আছে। ছোট ছোট কিন্তু খতরনাক স্টাইলের আরো তিনটি ক্যাটাগরি আছে। একটি ছদ্মবেশী, একটি অর্ধছদ্মবেশী, একটি সিকি ছদ্মবেশী।
: ওরা আপনাকে কিছু বলে না?
: বলে না মানে! খুব বলে। সারা দিন বলে।
: কী বলে?
: মুখে কিছু বলে না। বরং অনুমোদনের ভাব দেখায়। যা বলে, মনে মনে বলে। মনে মনে জপ করে।
: মনে মনে কী বলে?
: একটিই শুধু কথা। 'সুযোগ পেলে দেখে নেব।'
লেখক : শ্রমজীবী ও কথাসাহিত্যিক

No comments

Powered by Blogger.