পদ্মা সেতু- মসিউরকে আবারও ছুটিতে পাঠানো হলো

প্রধানমন্ত্রীর অর্থ-নীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমানকে আবারও ছুটিতে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম এ তথ্য নিশ্চিত করেছেন। এক মাস ছুটি শেষে গত বৃহস্পতিবার মসিউর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিজ দপ্তরে কাজে যোগ দেন।


তাঁর যোগদান নিয়ে বিশ্বব্যাংকসহ সর্বত্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
অবশ্য গত রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের জানান, মসিউর রহমানের যোগদানে পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের শর্তের ব্যত্যয় হয়নি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ইকবাল মাহমুদ জানিয়েছেন, মসিউর রহমানের বিষয়ে সরকারের আগের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
গত রোববার দুর্নীতি দমন কমিশনে (দুদক) জিজ্ঞাসাবাদ শেষে মসিউর রহমান সাংবাদিকদের বলেন, পদ্মা সেতুর বিষয়ে দীর্ঘমেয়াদি ছুটিতে যেতে তাঁর আপত্তি নেই।
প্রসঙ্গত, দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ এনে বিশ্বব্যাংক পদ্মা সেতুর ঋণচুক্তি বাতিল করেছিল। সেতু প্রকল্পে ফিরে আসতে সংস্থাটি যে চারটি শর্ত দেয় তার প্রথমটি ছিল, যেসব সরকারি কর্মকর্তা ও সরকারি ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের ছুটিতে থাকতে হবে। মসিউর রহমান বাংলাদেশের পক্ষে পদ্মা সেতুর ইন্টেগ্রিটি উপদেষ্টা ছিলেন।

No comments

Powered by Blogger.