পাকিস্তানি বিজ্ঞানীর ৮৬ বছরের দণ্ড বহাল

পাকিস্তানের স্নায়ুবিজ্ঞানী আফিয়া সিদ্দিকির কারাদণ্ডাদেশ বহাল রেখেছেন যুক্তরাষ্ট্রের আপিল আদালত। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) সদস্য ও সেনাদের ওপর গুলি ছোড়ার অভিযোগে আফিয়াকে ৮৬ বছরের সাজা দিয়েছিলেন দেশটির নিম্ন আদালত।


গত সোমবার রায় ঘোষণার সময় নিউইয়র্কের দ্বিতীয় সার্কিট আদালতের বিচারক বলেন, নিম্ন আদালত আফিয়ার বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়ে কোনো ভুল করেননি।
২০০৮ সালে আফগান পুলিশ আফিয়াকে গ্রেপ্তার করে। পুলিশের ভাষ্য অনুযায়ী, আফিয়া বিষাক্ত রাসায়নিক পদার্থ বহন করছিলেন।
কৌঁসুলিরা আদালতে বলেন, গ্রেপ্তারের এক দিন পর আফিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য একটি কক্ষে নেওয়া হয়। সেখানে আফিয়া মার্কিন সেনাদের কাছ থেকে একটি এম-৪ রাইফেল ছিনিয়ে নিয়ে নির্বিচারে গুলি ছোড়েন। ওই ঘটনায় কোনো সেনা বা এফবিআই কর্মকর্তা আহত হননি। তবে আফিয়ার শরীরে গুলি লাগে।
আফিয়ার আইনজীবীরা আদালতে বলেছেন, মার্কিন কর্মকর্তাদের ওই কক্ষে ভয়ংকর পরিস্থিতিতে আফিয়া গুলিবিদ্ধ হয়েছিলেন। আর তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পৃক্ততা নেই। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জাজ রিচার্ড বারম্যান আফিয়াকে হত্যাচেষ্টা ও সশস্ত্র আক্রমণসহ কয়েকটি অভিযোগে অভিযুক্ত করেন। রয়টার্স।

No comments

Powered by Blogger.