‘সিঙ্গুরে কৃষকদের জমি ফেরত পাওয়ার সম্ভাবনা কম’

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সিঙ্গুরে টাটা শিল্পগোষ্ঠীকে মোটরগাড়ির কারখানা নির্মাণের জন্য ইজারা দেওয়া ৯৯৭ একর জমির মধ্যে ৪০০ একর জমি অনিচ্ছুক কৃষকদের ফেরত পাওয়ার সম্ভাবনা কম। বাংলা দৈনিক এই সময় ও ইপসসের চালানো যৌথ জনমত জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে।


গতকাল মঙ্গলবার কলকাতার এক হাজার তরুণ-তরুণীর ওপর চালানো এ জরিপের শেষ কিস্তির ফল প্রকাশ করা হয়।
জরিপে টাটাকে ইজারা দেওয়া ৯৯৭ একর জমির মধ্যে ৪০০ একর জমি অনিচ্ছুক কৃষকেরা ফেরত পাবেন কি না—এ প্রশ্নের জবাবে ৪৭ শতাংশ অংশগ্রহণকারী বলেছেন ‘না’। আর ৩৬ শতাংশ অংশগ্রহণকারী বলেছেন ‘হ্যাঁ’। এ জমি অধিগ্রহণ নিয়ে এখন সুপ্রিম কোর্টে মামলা চলছে।
খুচরা ব্যবসায়ে বিদেশি পুঁজি বিনিয়োগের সিদ্ধান্তের বিরোধিতা করা মমতার উচিত হয়েছে কি না—এ প্রশ্নের জবাবে ৬০ শতাংশ উত্তরদাতা বলেছেন ‘হ্যাঁ’। ২০ শতাংশ উত্তরদাতা ‘না’ বলেছেন।
কেন্দ্রীয় সরকারের ওপর থেকে মমতা সমর্থন তুলে নেওয়ায় এর বিরূপ প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে কি না—এ প্রশ্নের জবাবে ‘হ্যাঁ’ বলেছেন ৬১ শতাংশ উত্তরদাতা। ‘না’ বলেছেন ২০ শতাংশ উত্তরদাতা। তবে মমতার আমলে রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বেড়েছে বলে ৩৫ শতাংশ উত্তরদাতা মত দিয়েছেন। আর ২৭ শতাংশ উত্তরদাতা এর বিপক্ষে মত দিয়েছেন।

No comments

Powered by Blogger.