ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক- ২৫ কিলোমিটার এলাকায় দিনভর তীব্র যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার গোড়াই থেকে জামুর্কী পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকায় গতকাল শুক্রবার দিনভর তীব্র যানজট ছিল। সকালে মহাসড়কের শুভুল্যা এলাকায় সংস্কারকাজ শুরু হওয়ায় এ যানজটের সৃষ্টি হয়।


এলাকাবাসী ও পুলিশ জানায়, সকাল আটটার দিকে মহাসড়কের ওই স্থানে সংস্কারকাজ শুরু হয়। এরপর মহাসড়কে এক দিক দিয়ে যানবাহন চলাচল করতে থাকে। কিন্তু মহাসড়কে যানবাহনের চাপ বেশি থাকায় যানজটের শুরু হয়। যা আস্তে আস্তে উভয় পাশে ছড়িয়ে পড়ে এবং দিনভর তা অব্যাহত থাকে।
মির্জাপুর গোড়াই হাইওয়ে (প্রস্তাবিত) থানার ওসি ছানোয়ার হোসেন বলেন, শুক্রবার এই মহাসড়কে ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাস বেশি চলাচল করে। বিশেষ করে যমুনা সেতু এলাকায় অনেক পর্যটক ঘুরতে আসে। এ জন্য যানবাহনের চাপও বেড়ে যায়। তবে বেশির ভাগ চালকেরা নিয়ম না মেনে যানবাহন চালানোর কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্ড প্রাইভেট লিমিটেডের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী পরান রায় বলেন, যানজটের কারণে বিকেল চারটা থেকে সংস্কারকাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

No comments

Powered by Blogger.