কাসাবের মৃত্যুদণ্ড কার্যকরে বরাদ্দ মাত্র ৫০ রুপি!

ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ আজমল কাসাবের নিরাপত্তায় এই পর্যন্ত ব্যয় হয়েছে ৫০ কোটি রুপির বেশি। তবে তাঁর মৃত্যুদণ্ড কার্যকরে মহারাষ্ট্র সরকার ব্যয় করতে পারবে মাত্র ৫০ রুপি। দেশটির মান্ধাতা আমলের আইনে ওই পরিমাণ ব্যয়ের অনুমতি রয়েছে।


মুম্বাইয়ে ২০০৮ সালের ২৬/১১ সন্ত্রাসী হামলার ঘটনায় ১৬৬ জনের প্রাণহানি ঘটে। ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ততার দায়ে পাকিস্তানি নাগরিক কাসাবের মৃত্যুদণ্ড সম্প্রতি দেশটির সুপ্রিম কোর্ট বহাল রাখে। কাসাব ওই ঘটনায় দায়ের মামলার একমাত্র জীবিত আসামি। কাসাবের মৃত্যুদণ্ডের পাশাপাশি এখন আরেকটি বিষয় নিয়ে বেশ আলোচনা চলছে। তা হলো, মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে সেখানকার শত বছরের বেশি পুরোনো আইন।
১৮৯৪ সালে প্রণীত ওই আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করার পর লাশ পরিবহন ও অন্যান্য কাজ নিষ্পত্তি করতে জেল কর্তৃপক্ষ সর্বোচ্চ ৫০ রুপির মধ্যে যৌক্তিক পরিমাণে অর্থ খরচ করতে পারবে। টাইমস অব ইন্ডিয়া।

No comments

Powered by Blogger.