লাকসামে রেইনকোট পেলেন ১৪ জন বিক্রয়কর্মী

কুমিল্লার লাকসাম উপজেলার ১৪ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে প্রথম আলোর উদ্যোগে রেইনকোট দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে লাকসাম মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সংসদের কমান্ডার মো. আবদুল বারী মজুমদার বিক্রয়কর্মীদের হাতে এসব রেইনকোট তুলে দেন।


এ সময় সংবাদপত্র এজেন্ট মো. আবদুর রহিম, প্রথম আলোর বিক্রয় ব্যবস্থাপক আমিরুল হক, আঞ্চলিক বিপণন কর্মকর্তা মো. আতিকুর রহমান ও লাকসাম প্রতিনিধি মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
রেইনকোট পেয়ে খুশি হয়ে মো. আবুল কালাম বলেন, ‘৩৫ বছর ধরি পত্রিকা বিলি করি। এই পর্যন্ত অন্য কোনো পত্রিকার পক্ষ থেকে কিছু দেয় না। প্রথম আলো এর আগে দুইবার শার্ট দিছে। এবার দিছে রেইনকোট।’
বিক্রয়কর্মী জসিম উদ্দিন বলেন, ‘রেইনকোট পাইছি। পত্রিকা বিলি কইত্তে আর বিষ্টির মইধ্যে ভিজন লাইগতো নো।’
মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আবদুল বারী মজুমদার বলেন, এই উদ্যোগ এবং সংবাদপত্র বিক্রয়কর্মীদের প্রতি ভালোবাসার কারণে প্রথম আলো সারা দেশের পাঠকের কাছে আরও সমাদৃত হবে।

No comments

Powered by Blogger.