জিনপিংকে ঘিরে রহস্য

চীনের বর্তমান ভাইস প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি লোকচক্ষুর আড়ালে চলে যাওয়ার আগে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মধ্য থেকে বিশাল চাপের মধ্যে ছিলেন। দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত খবরে এ দাবি করা হয়েছে।
চীনের সম্ভাব্য পরবর্তী প্রেসিডেন্ট জিনপিং কিছুদিন ধরে জনসমক্ষে আসেননি।

এ নিয়ে তাঁর শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। তবে প্রায় দুই সপ্তাহ পর গতকাল শনিবার তাঁকে প্রথম দেখা যায়।
দ্য টেলিগ্রাফ-এর খবরে দাবি করা হয়, জিনপিং দলের জ্যেষ্ঠ নেতাদের রোষানলে পড়েছেন। এসব নেতা তাঁকে ‘অবিশ্বস্ত’ হিসেবে দেখে থাকেন। জিনপিংকে চীনের ক্ষমতার সর্বোচ্চ পদে যাওয়ার ব্যাপারে তাঁরা প্রশ্ন তুলেছেন। চীনের সমুদ্র্র তীরবর্তী বেইদাইহি রিসোর্টে গত আগস্টে অনুষ্ঠিত শীর্ষস্থানীয় নেতাদের এক বৈঠকে জিনপিংকে কঠোরভাবে সমালোচনা করা হয়। চীনের নেতৃত্ব পরিবর্তনে আলোচনা করতে ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ নেতারা সেখানে মিলিত হন।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের একজন সাবেক সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে জানান, বেইদাইহি বৈঠকে জিনপিংকে জ্যেষ্ঠ নেতারা কঠোরভাবে সমালোচনা করেছেন।
প্রসঙ্গত, আগামী অক্টোবরে বেইজিংয়ে কমিউনিস্ট পার্টির ১৮তম সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে জিনপিংকে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট নির্বাচিত করার কথা। দ্য টেলিগ্রাফ।

No comments

Powered by Blogger.