প্রচণ্ড ঝড়ের কবলে হাইতি

গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ইজহাক গতকাল শনিবার আঘাত হেনেছে হাইতিতে। ঝড়ের প্রভাবে সেখানে প্রচুর বৃষ্টিপাত ও দমকা বাতাস বইছে। ভারি বৃষ্টিপাতের কারণে ভূমিধস ও বন্যা হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ক্যারিবীয় এ দেশটি এখন পর্যন্ত ২০১০ সালে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের ক্ষতই কাটিয়ে উঠতে পারেনি।


যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্রের (এনএইচসি) মুখপাত্র জেসিকা সওয়ার বার্তাসংস্থা এএফপিকে বলেন, ঝড়টি হাইতির দক্ষিণ উপকূল এবং রাজধানী পোর্ট অ প্রিন্সের পশ্চিম উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস বিভাগ জানিয়েছে, গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ইজহাক ঘূর্ণিঝড়ের মতোই শক্তিশালী। ঘণ্টায় এর বাতাসের গতিবেগ ১১০ কিলোমিটার পর্যন্ত পেঁৗছে যাচ্ছে। এর প্রভাবে সেখানে ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। যেকোনো সময় সেখানে বন্যা এবং ভূমিধসের সম্ভবনা রয়েছে। ২০১০ সালের ভূমিকম্পের আঘাতের পর এখনো হাইতিতে চার লাখের বেশি মানুষ অস্থায়ী শরণার্থী শিবিরে তাঁবুতে বাস করছে।
পোর্ট অ প্রিন্সের শরণার্থী শিবিরের দায়িত্বে থাকা মারতিঁ বলেন, 'আমরা এ দুর্যোগ মোকাবিলা করতে প্রস্তুত নই। যখন বৃষ্টিপাত শুরু হয় তখন আমরা তাঁবুর নিচে আশ্রয় নিই। যদি এসব মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রয়োজন পড়ে, তবে আমরা জানি না তাদের কোথায় নিয়ে যাব।' সূত্র : এএফপি, বিবিসি, আলজাজিরা।

No comments

Powered by Blogger.