‘পুনর্নির্মিত’ হচ্ছে টাইটানিক

বিখ্যাত টাইটানিকের আদলে নতুন একটি জাহাজ নির্মাণ করা হচ্ছে। এর নাম হবে টাইটানিক দ্য সেকেন্ড। আর এটি বানাচ্ছেন অস্ট্রেলীয় ধনকুবের ক্লাইভ পলমার। ব্রিসবেনের একটি গলফ-ক্লাবে পলমার বলেন, মূল টাইটানিকের সঙ্গে নতুন জাহাজটির ৯৮ শতাংশ মিল থাকবে। একমাত্র নতুনত্ব হিসেবে যুক্ত হবে অতিরিক্ত একটি ডেক।


আন্তর্জাতিক নিরাপত্তা মান বজায় রাখার স্বার্থে নতুন টাইটানিকের প্রস্থও হবে মূল জাহাজের চেয়ে চার মিটার বেশি। এতে ‘যথেষ্টর চেয়ে বেশি’ জীবনতরী (লাইফ বোট) রাখা হবে। প্রকল্পের পূর্ণাঙ্গ ব্যয় জানাতে অনিচ্ছুক পলমার। তবে এ ক্ষেত্রে ৮০০ থেকে এক হাজার ৫০০ কোটি অস্ট্রেলীয় ডলার খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। জাহাজটির নকশা তৈরির জন্য ইউরোপে একটি দল কাজ করছে। নির্মাণকাজ শুরু হবে চীনের একটি শিপইয়ার্ডে। ১৯১২ সালে ব্রিটিশ জাহাজ টাইটানিক ডুবে গিয়ে নিহত হওয়া যাত্রীদের প্রতি শ্রদ্ধা জানাতেই নতুন জাহাজটি নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পলমার। বিবিসি।

No comments

Powered by Blogger.