'স্বামীর ইমেজ রক্ষায় দ্বন্দ্বে জড়ান মিশেল'

স্বাস্থ্যনীতির বাস্তবায়ন কৌশল নিয়ে স্বামীর ইমেজ রক্ষার সংগ্রামে নেমেছিলেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা। এ নিয়ে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রাহম ইমানুয়েলের সঙ্গে তার ব্যাপক তিক্ততা সৃষ্টি হয়েছিল। ইমানুয়েলকে দোষারোপও করেছিলেন মিশেল। পরে স্ত্রীর পক্ষই নিয়েছিলেন ওবামা। খবর দ্য টেলিগ্রাফের। হোয়াইট হাউসে প্রেসিডেন্টের একেবারে ঘনিষ্ঠজনদের পারস্পরিক সম্পর্ক ও টানাপড়েনের বিষয়টি উঠে এসেছে নিউইয়র্ক টাইমসের


সাংবাদিক জোডি ক্যান্টরের লেখা একটি বইয়ে। এতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ওবামাকে প্রভাবিত করতে গিয়ে মিশেল ও ইমানুয়েলের মধ্যে প্রায়ই দ্বন্দ্ব তৈরি হতো। ২০০৯ সালের শেষ ও ২০১০ সালের প্রথম দিকে ওবামা তার স্বাস্থ্যনীতি বাস্তবায়ন নিয়ে বেশ বিপাকে পড়েছিলেন। ওই সময় রিপাবলিকান পার্টি এর ব্যাপক বিরুদ্ধাচরণ করে। সে সময় প্রেসিডেন্টের চিফ অব স্টাফ ইমানুয়েল ওবামাকে একটু ছাড় দিয়ে কৌশলে অগ্রসর হওয়ার পরামর্শ দেন। ওবামা তাতে সম্মত হলেও রাজি হননি মিশেল। তার মতে, এতে নতুন ধারার রাজনীতিক হিসেবে ওবামার ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। এ নিয়ে দ্বন্দ্ব চরমে পেঁৗছে মিশেল-ইমানুয়েলের। এর মধ্যে ম্যাসাচুসেটসে সিনেট আসনে ডেমোক্র্যাট প্রার্থীর পরাজয়ের পর ওবামার সঙ্গে তুমুল বাকবিতণ্ডাও করেছিলেন মিশেল। পরে অবশ্য স্ত্রীর যুক্তিই মেনে নিয়েছিলেন ওবামা।

No comments

Powered by Blogger.