পাকিস্তান এখন স্ক্যান্ডাল মুক্ত :মিসবাহ

র কয়েকদিন পরই ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতের মাঠে এই সিরিজ খেলার জন্য মুখিয়ে আছে মিসবাহ-উল হকের দল। সিরিজ শুরুর আগে পাক অধিনায়ক মিসবাহ বলেছেন, পাকিস্তান এখন স্ক্যান্ডালমুক্ত। ২০১০ সালে ইংল্যান্ড সফরের সময় তিন পাকিস্তানি ক্রিকেটার স্ক্যান্ডালে জড়িয়ে পড়ে। তাদের মধ্যে ছিলেন পেসার মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমের। আর সে সময়ের পাকিস্তান দলের অধিনায়ক সালমান বাট।
পরে তাদের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তিও হয়েছে। এই ঘটনার বিরূপ প্রভাব কিন্তু পাকিস্তান ক্রিকেট দলের ওপর পড়েনি। এত কিছুর পরও তাদের সাম্প্রতিক পারফরম্যান্স অত্যন্ত সন্তোষজনক। সংযুক্ত আরব আমিরাতে তারা শ্রীলংকার বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজ জয় করেছে। এরপর বাংলাদেশ সফরেও একতরফা সিরিজ জয় করে পাকিস্তান দল। ১৭ জানুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা ইংল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তান। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিরিজের আগে নিজেদের স্ক্যান্ডালমুক্ত ঘোষণা করে মিসবাহ বলেছেন, 'পাকিস্তান ইতিমধ্যে অনেক কিছু প্রমাণ করেছে। স্ক্যান্ডাল আর আমাদের মনের ওপর ছায়াপাত করে নেই। এটা এখন পরিষ্কার, কারও মনেই এখন স্ক্যান্ডাল ব্যাপারটা নেই। সবার ফোকাস এখন ক্রিকেটে। এই সিরিজেও সেই ফোকাসটা অব্যাহত থাকবে।' ইংল্যান্ডের বিপক্ষে ৩টি টেস্ট, ৪টি ওয়ানডে এবং ৩টি টি২০ ম্যাচ খেলবে পাকিস্তান।

No comments

Powered by Blogger.