পড়ার বিষয়-অ্যারোনটিক্যাল সায়েন্স ও অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট by জাভেদ ইকবাল

চাকরি পেতে অ্যাভিয়েশন সেক্টরে রয়েছে অনেক চাহিদা এবং আকাশছোঁয়া বেতন। চাকরির বাজারে যে কয়টি পেশার অসম্ভব চাহিদা রয়েছে তার মধ্যে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, এয়ার হোস্টেজ, কেবিন ক্রু, অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট, ট্রাভেল টুরিজম অ্যান্ড টিকিটিং অন্যতম। চাহিদার তুলনায় এসব পেশায় যোগ্য প্রার্থীর সংখ্যা বাংলাদেশে অনেক কম। যেসব বিদেশি এয়ারলাইন্স বাংলাদেশে অপারেট করছে সেখানে বাংলাদেশি অফিসগুলোতে নিয়োগ দিচ্ছে
শুধু বাংলাদেশিদেরই। অ্যাভিয়েশন খাতে সম্পৃক্ত হওয়া মানেই এক গ্গ্ন্যামার জগতে প্রবেশ করা। এসব দিককে সামনে রেখে যাত্রা শুরু হয়েছিল ইউনাইটেড কলেজ অব অ্যাভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও ইউকের ইডেক্সেল শিক্ষা বোর্ডের আওতাভুক্ত অ্যাভিয়েশন খাতের বেশকিছু কোর্সের ওপর ডিগ্রি প্রদান করছে। এর মধ্যে অন্যতম হচ্ছে অ্যারোনেটিক্যাল সায়েন্স, বিবিএ ইন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট, এয়ারহোস্টেজ, ক্যাবিন ক্রু, এইচএনডি ইন বিজনেস প্রভৃতি অন্যতম।
একটি বিমানের পুরো ম্যানেজমেন্ট কেমন হবে তা নিয়েই বিবিএ ইন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট কোর্সটি। কোর্সটির মেয়াদ চার বছর। আমাদের দেশে এখনও এ বিষয়ে সাধারণত কোনো বিবিএ কোর্স প্রতিষ্ঠা পায়নি। সেখানে এ কোর্সটি শিক্ষার্থীদের জন্য নতুনই বলা যায়। কোর্সটির সেমিস্টার রয়েছে ১২টি। বিবিএর অধীন রয়েছে এইচআরএম, ট্যুরিজম, হসপিটালিটি ম্যানেজমেন্টসহ বিভিন্ন বিষয়। কোর্সটির সেমিস্টার রয়েছে ১২টি। ক্রেডিট ১২০।
অ্যারোনটিক্যাল সায়েন্স কোর্সটির মেয়াদ হয় সাধারণত ৪ বছর। সফলভাবে কোর্স সম্পন্নকারীরা পান বিএসসি ডিগ্রি। এ কোর্স শেষ করলে কেবল ডিজাইনার নয়, হওয়া যায় বিমানের ম্যানেজমেন্ট কিংবা ম্যানুফ্যাকচার ইঞ্জিনিয়ারও। এ বিষয়ে সেমিস্টার রয়েছে ৮টি। এইচএনডি ইন বিজনেস কোর্সটি শর্ট কোর্স। ৪ সেমিস্টারে অন্তর্ভুক্ত কোর্সটির মেয়াদ দেড় বছর। এইচএনডি ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট কোর্সটির মেয়াদও দেড় বছর। ৪ সেমিস্টারের অন্তর্ভুক্ত এটি একটি শর্ট কোর্স। ৪ সেমিস্টারের অন্তর্ভুক্ত ইএমবিএ কোর্সটি দেড় বছরমেয়াদি।
ভর্তি হতে খরচ লাগে ১৫ হাজার টাকার মতো। এছাড়া এ প্রতিষ্ঠানে রয়েছে এয়ারহোস্টেস ও ক্যাবিন ক্রুসহ কিছু শর্ট কোর্স। এসব কোর্সে ভর্তির জন্য যোগ্যতা এইচএসসি, এসএসসি/এ-লেভেল, ও-লেভেল।আগামী ২৬ ও ২৭ নভেম্বর ব্রিটিশ কাউন্সিলে অনুষ্ঠিত শিক্ষামেলায় ইউনাইটেড কলেজ অব অ্যাভিয়েশন, সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টে ভর্তির ক্ষেত্রে রয়েছে আকর্ষণীয় অফার।
যোগাযোগ : বাড়ি-১৬, রোড-৪, সেক্টর-৩ উত্তরা মডেল টাউন ঢাকা।
ফোন : ৭৯১১৮৩১, ০১৭৪৯৩০৬০৯০।

No comments

Powered by Blogger.