পাকিস্তানও উঠে গেল বিশ্বকাপে

ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আগেই। কাল শ্রীলঙ্কার সঙ্গে মহিলা বিশ্বকাপ নিশ্চিত করে ফেলল পাকিস্তানও। ফতুল্লা স্টেডিয়ামে হল্যান্ডকে ১৯৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শেষ চারে শেষ করা নিশ্চিত করেছে। প্লে-অফ ম্যাচে জিম্বাবুয়েকে ৬ রানে হারিয়ে টুর্নামেন্টে নবম হয়েছে জাপান।
পাকিস্তানের ৪ উইকেটে ২৭৭ রানের জবাবে ৩৭ ওভারে ৮৪ রানেই অলআউট হয়ে যায় হল্যান্ড। পাকিস্তানের জাভেরিয়া ৬৭, বিসমাহ অপরাজিত ৬৬ ও নিদা ৫৮ রান করেন। ৩ উইকেট করে নিয়ে বিসমাহ ও নিদা সফল বল হাতেও। হল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২২ রান করেছেন টমলিনসন। প্লে-অফ ম্যাচে হল্যান্ড এখন মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের চতুর্থ দল আয়ারল্যান্ডের।
বিকেএসপিতে জাপানের ১৫২ রানের জবাবে ৮ উইকেটে ১৪৬ রান করেছেন জিম্বাবুয়ের মেয়েরা। জাপানের অধিনায়ক কুরিবায়াসি ৪৭ ও জিম্বাবুয়ের মুপাচিকওয়া ৩২ রান করেছেন। কালকের পরাজয়ে দশ দলের মধ্যে দশম হলো জিম্বাবুয়ে।

No comments

Powered by Blogger.