সাইফকে আইসিসির হাতে দেবে না লিবিয়া

গ্রেপ্তার হওয়া সাইফ আল-ইসলামকে বিচারের জন্য আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) কাছে হস্তান্তর করবে না লিবিয়া। গতকাল মঙ্গলবার অন্তর্বর্তী বিচারমন্ত্রী মোহাম্মদ আল-আলাগুই এ কথা বলেন। গত শনিবার সাইফকে জিনতানে গ্রেপ্তার করা হয়।
লিবিয়ার নিহত নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ ও গাদ্দাফির গোয়েন্দা সংস্থার প্রধান আবদুল্লাহ আল-সেনুসির বিচার নিয়ে আলোচনা করতে আইসিসির প্রধান কৌঁসুলি লুইস মরেনো ওকাম্পো গতকাল ত্রিপোলি পৌঁছান। মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে উভয়ের বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
বিচারমন্ত্রী আলাগুই বলেন, ‘আমরা সাইফকে আইসিসির কাছে হস্তান্তর করছি না।’ তিনি বলেন, ‘সাইফের বিচার করার বিষয়টি লিবিয়ার আদালতের বিশেষ দায়িত্ব। এটি লিবিয়ার আদালতের বিশেষ অধিকার। এখানে আমাদের ভূখণ্ড ও নাগরিকদের সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত।’
আলাগুই বলেন, বন্দী সাইফের ওপর কোনো নির্যাতন চালানো হচ্ছে কি না, প্রধান কৌঁসুলি তা যদি দেখতে চান, তাহলে তাঁকে স্বাগত জানাই। তবে তাঁর চলতি সফরে তা সম্ভব হবে না।

No comments

Powered by Blogger.