তামিমের সমস্যা গুরুতর কিছু নয়

হাঁটুতে সামান্য একটু সমস্যা দেখা গেলেও বিসিবির চিকিৎসক মনিরুল আমিনের ভাষায় সেটা ‘গুরুতর কিছু নয়’। কাল এমআরআই রিপোর্ট দেখে তামিম ইকবালকে তাই সুসংবাদই শুনিয়েছেন চিকিৎসকেরা।
‘তামিমের হাঁটুতে তেমন কোনো সমস্যা নেই। পাকিস্তান সিরিজে তাঁর খেলা নিয়েও কোনো সংশয় নেই’—এমআরআই রিপোর্ট দেখার পর বলেছেন বিসিবির চিকিৎসক। তবে এই সামান্য সমস্যা নিয়েও তামিম কিছুটা অস্বস্তিতে আছেন। সে জন্য পেয়েছেন তিন-চার দিনের বিশ্রাম। সমস্যা সম্পর্কে নিশ্চিত হতে করানো হচ্ছে আরও কিছু পরীক্ষাও।
চট্টগ্রামে অনুশীলন শিবিরে ডান হাঁটুতে ব্যথা অনুভব করায় পরশু রাতে ঢাকায় চলে এসেছেন তামিম। চট্টগ্রামে ক্যাম্প শেষ করে দলের বাকিরাও চলে আসবেন আগামীকাল। তামিম তাই আর আপাতত চট্টগ্রাম যাচ্ছেন না। আশা করা হচ্ছে, ২৬ নভেম্বর থেকে ঢাকায় দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তিনি।

No comments

Powered by Blogger.