যুক্তরাজ্যের হুঁশিয়ারি উড়িয়ে দিল ঘানা ও উগান্ডা

ঘানার প্রেসিডেন্ট জন আত্তা মিলস বলেছেন, যুক্তরাজ্যের সহায়তা কমিয়ে দেওয়ার হুমকি সত্ত্বেও তিনি সমকামিতাকে বৈধতা দেবেন না। সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন হুঁশিয়ারি দিয়ে বলেন, যেসব দেশ সমকামীদের অধিকারের স্বীকৃতি দিতে ব্যর্থ হবে, সেসব দেশে ত্রাণ-সহায়তা কমিয়ে দেবে তাঁর সরকার।
আফ্রিকার বহু দেশে সমকামিতাকে তাঁদের ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী বলে বিবেচনা করা হয়। কিন্তু পাশ্চাত্যের অনেক দেশের মতো যুক্তরাজ্য মনে করে, এতে সমকামীদের অধিকার খর্ব হয়।
প্রেসিডেন্ট জন আত্তা বলেন, ‘ঘানা ও যুক্তরাজ্যের সামাজিক আদর্শের মধ্যে বিস্তর পার্থক্য আছে। ক্যামেরন নিজের দেশের মূল্যবোধের পরিপ্রেক্ষিতে তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারেন। কিন্তু আমি প্রেসিডেন্ট হিসেবে কখনোই ঘানায় সমকামিতার বৈধতা দেব না।’
উগান্ডাও যুক্তরাজ্যের হুঁশিয়ারি আমলে নেয়নি। গত সোমবার উগান্ডার প্রেসিডেন্টের উপদেষ্টা জন নাগেন্ডা বলেন, ‘ক্যামেরন অন্য দেশের ওপর জোরজবরদস্তির মানসিকতা দেখাচ্ছেন।

No comments

Powered by Blogger.