এমিরেটসের নতুন গন্তব্য রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ

রাশিয়ার উত্তরের রাজধানী বলে পরিচিত সেন্ট পিটার্সবার্গে ফ্লাইট শুরু করেছে দুবাইভিত্তিক বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইনস। এটি এমিরেটসের ১১৫তম গন্তব্য।গত ২ নভেম্বর এমিরেটসের একটি সুপরিসর এয়ারবাস এ৩৪০-৩০০ বিমান সেন্ট পিটার্সবার্গের পুলকোভা বিমানবন্দরে অবতরণ করে। ঐতিহ্যগত রুশ রীতিতে উদ্বোধনী ফ্লাইটটিকে স্বাগত জানানো হয়। অন্যান্যের মধ্যে রাশিয়ার রাষ্ট্রীয় ও বিমানবন্দর কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।


এরিরেটসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট থিয়েরি এনটিনোরি, সিনয়র ভাইস প্রেসিডেন্ট সালেম ওবায়েদাল্লা, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং একটি গুরুত্বপূর্ণ সরকারি ও ব্যবসা প্রতিনিধি দল উদ্বোধনী ফ্লাইটে সেন্ট পিটার্সবার্গ আসেন।
এমিরেটস সেন্ট পিটার্সবার্গে দৈনিক ফ্লাইট পরিচালনা করছে। ইকে১৩৭ প্রতিদিন সকাল ১০টা ৪০ মিনিটে দুবাই ত্যাগ করে স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে সেন্ট পিটার্সবার্গ পেঁৗছে।
ফিরতি ফ্লাইট ইকে১৩৮ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সেন্ট পিটার্সবার্গ ছেড়ে স্থানীয় সময় রাত ১২টা ৪০ মিনিটে দুবাই অবতরণ করে। সংবাদ বিজ্ঞপ্তি।

No comments

Powered by Blogger.